ফিফা ফ্রেন্ডলি ম্যাচে নেপালের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দলের সবচেয়ে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরীর অসাধারণ পারফরম্যান্সে এখন ২-১ গোলে এগিয়ে হাভিয়ের ক্যাবরেরার দল।
আজ (বৃহস্পতিবার) জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের খেলা শুরুর মাত্র ২ মিনিটের মধ্যে দুর্দান্ত বাইসাইকেল কিকে বাংলাদেশকে সমতায় ফেরান হামজা এবং ৫০ মিনিটে পেনাল্টি থেকে আরও একটি গোল করে দলকে লিড এনে দেন এই তারকা ফুটবলার।
২৯ মিনিটে নেপালের রোহিত চাঁদের গোলে পিছিয়ে গিয়েছিল বাংলাদেশ। বিরতির পর কোচ ক্যাবরেরা কৌশল পরিবর্তন করে জুনিয়র সোহেল রানাকে বসিয়ে মাঠে নামান কানাডা থেকে ফেরা মিডফিল্ডার সমিত সোমকে।
কোচের এই পরিবর্তনের পরই ম্যাচের মোড় ঘুরে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই জাতীয় স্টেডিয়ামের দর্শকদের উল্লাসে ভাসিয়ে হামজা চৌধুরী দুর্দান্ত বাইসাইকেল কিকে সমতাসূচক গোলটি করেন। এরপর ৫০ মিনিটে পাওয়া পেনাল্টি থেকেও নির্ভুল শটে গোল করে হামজা দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
