ঢাকাFriday , 24 March 2023
  1. অলিম্পিক এসোসিয়েশন
  2. অ্যাথলেটিক
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আন্তর্জাতিক
  6. আরচারি
  7. এশিয়া কাপ
  8. এশিয়ান গেমস
  9. এসএ গেমস
  10. কমন ওয়েলথ গেমস
  11. কাবাডি
  12. কুস্তি
  13. ক্রিকেট
  14. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  15. টেনিস

রোনালদোর বিশ্বরেকর্ড

parag arman
March 24, 2023 7:06 am
Link Copied!

মাঠে নেমেই বিশ্বরেকর্ড গড়লেন ক্রিস্টিয়ানোর রোনালদো। তাঁর রেকর্রেড বড় জয় পেয়েছে পর্তুগাল। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে কুয়েতের বদর আল-মুতাওয়া জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ১৯৬ ম্যাচ খেলেছিলেন। রোনালদো বিশ্বকাপ মরোক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে শেষ মুহূর্তে মাঠে নেমে মুতাওয়ার রেকর্ড ছুঁয়েছিলেন। আর বৃহস্পতিবার রাতে লিচেনস্টাইনের বিপক্ষে ইউরো বাছাইপর্বের ম্যাচে মাঠে নেমে রোনালদো ভেঙে দেন সেই রেকর্ড। হয়ে যান ফুটবল ইতিহাসে জাতীয় দলের জার্সি গায়ে সবচেয়ে বেশি ১৯৭ ম্যাচ খেলা একমাত্র ফুটবলার।

বিশ্বরেকর্ড গড়েরই ক্ষান্ত হননি তিনি। জোড়া গোল করে দলের ৪-০ ব্যবধানের জয়ে অবদানও রেখেছেন। তাতে বড় জয়ে ইউরো বাছাইপর্ব দারুণভাবে শুরু করে পর্তুগাল। হোসে আলভালাদে স্টেডিয়ামে ম্যাচের অষ্টম মিনিটেই জোয়াও কানসালোর গোলে এগিয়ে যায় পর্তুগাল। প্রথমার্ধে এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় পতুৃগিজরা।

বিরতির পর ৪৭ মিনিটে বার্নার্ডো সিলভার গোলে ব্যবধান হয় দ্বিগুণ করে রোনালদো ব্রিগেড। এরপর ৫১ মিনিটে পেনাল্টি পায় পর্তুগাল। পেনাল্টি থেকে রোনালদো গোল করে ব্যবধান ৩-০ করে ফেলেন। আর ৬৩ মিনিটে ফ্রি কিক থেকে দারুণ একটি গোল করে দলের ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন। জোড়া গোলে জাতীয় দলের হয়ে রোনালদোর মোট গোলসংখ্যা এখন ১২০।

ইউরো বাছাইপর্বে ‘জে’ গ্রুপে নিজেদের পরের ম্যাচে রোবরার রাতে লুক্সেমবার্গের মুখোমুখি হবে রোনালদো-বার্নার্ডোরা। এই গ্রুপে পর্তুগাল, লিচেনস্টাইন ও লুক্সেমবার্গ ছাড়া আরও রয়েছে আইসল্যান্ড, স্লোভাকিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।