আগামী ১২ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে যুব এশিয়া কাপ। ৮ দলের এই টুর্নামেন্টের জন্য গত বুধবার (৩ ডিসেম্বর) সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আসরের প্রথম ম্যাচ ১২ ডিসেম্বর হলেও, বাংলাদেশ মাঠে নামছে তার পরের দিন।
গতবারের মতো এবারও ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হলো আফগানিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। অন্যদিকে, ‘এ’ গ্রুপে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এ গ্রুপের অন্য দুটি দল হলো সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া।
টুর্নামেন্ট শুরু হবে ১২ ডিসেম্বর, যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও সংযুক্ত আরব আমিরাত। একদিন পর, অর্থাৎ ১৩ ডিসেম্বর, বাংলাদেশ মিশন শুরু করবে স্বাগতিক আফগানিস্তানের বিপক্ষে আইসিসি একাডেমি মাঠে।
এরপর ১৫ ডিসেম্বর দ্য সেভেনস স্টেডিয়ামে নেপালের সঙ্গে মুখোমুখি হবে বাংলাদেশি যুব দল। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ১৭ ডিসেম্বর, আইসিসি একাডেমি মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে। এদিকে আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর আইসিসি একাডেমি মাঠে।
প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল সেমিফাইনালে উঠবে। দুটি সেমিফাইনাল ১৯ ডিসেম্বর একই দিনে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা হবে ২১ ডিসেম্বর আইসিসি একাডেমি মাঠে।
যুব এশিয়া কাপে বাংলাদেশের সূচি:
১৩ ডিসেম্বর- বাংলাদেশ বনাম আফগানিস্তান
১৫ ডিসেম্বর বাংলাদেশ বনাম নেপাল
১৭ ডিসেম্বর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
