মুশফিকুর রহিমের শততম টেস্ট ম্যাচ ফ্রিতে দেখার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থী এবং শিক্ষকরা। দেশের যেকোনো স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং শিক্ষার্থীরা বৈধ আইডি কার্ড দেখিয়ে মাঠে প্রবেশের সুযোগ পাবেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিবি।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের ৫ নম্বর গেট দিয়ে প্রবেশের সুযোগ পাবেন শিক্ষক ও শিক্ষার্থীরা। আইডি কার্ড দেখিয়ে সৈয়দ মুশতাক আহমেদ স্ট্যান্ডে বসে খেলা দেখতে পারবেন তারা। নিরাপত্তা প্রটোকল অনুযায়ী, কোনো ধরনের ব্যাগ, বাইরের খাবার, পানির বোতল এবং অবৈধ কিছু পরিবহন করা যাবে না।
সিরিজের দ্বিতীয় টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে বুধবার (১৯ নভেম্বর) মাঠে নামবে বাংলাদেশ। এর আগে সিলেটে প্রথম টেস্টে আইরিশদের ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে হারিয়েছিল টাইগাররা।
এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টটি বিশেষ মুশফিকুর রহিমের জন্য। বাংলাদেশের প্রথম কোনো ক্রিকেটের হিসেবে এদিন শততম টেস্ট ম্যাচে খেলবেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
