ঢাকাTuesday , 18 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

মুশফিকের মধ্যে দেড়শ টেস্টের ক্ষুধা দেখছেন সিমন্স

BDKL DESK
November 18, 2025 10:52 pm
Link Copied!

নিজের শততম টেস্টের দ্বারপ্রান্তে মুশফিকুর রহিম। বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে নামলেই ১০০ টেস্ট খেলা বাংলাদেশের প্রথম ক্রিকেটার হয়ে যাবেন তিনি। দেশের ক্রিকেটে এটি একটি বড় ব্যক্তিগত অর্জন।

একশ টেস্ট খেলা কোনো মামুলি বিষয় নয়। লম্বা সময় ধরে নিজের ফিটনেস ও পারফরম্যান্স ধরে রেখে খেলা চালিয়ে যাওয়া একেবারে সহজ ব্যাপার নয়। মুশফিকের কাছে হয়তো একশ টেস্ট শুধুই একটা সংখ্যা। কেননা, তার মধ্যে একশ থেকে আরও এগিয়ে যাওয়ার ক্ষুধাটা এখনও দেখেন বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স।

মিরপুরে মঙ্গলবার (১৮ নভেম্বর) সংবাদ সম্মেলনে ফিল সিমন্স বলেছেন, ‘তার মধ্যে এখনও সেই ইচ্ছা, সেই ক্ষুধা আছে, যা ১৫০ টেস্ট খেলা খেলোয়াড়দের মধ্যেই দেখা যায়। সে ক্রমাগত ভালো করতে চায়, এটাই সবচেয়ে বড় ব্যাপার। নিজেকে আরও উন্নত করার মনোভাবই তাকে এখানে নিয়ে এসেছে।’

লর্ডসকে বলা ক্রিকেটের তীর্থস্থান, সেখানেই ২০০৫ সালের ২৬ মে অভিষেক হয় মুশফিকুর রহিমের। ২০ বছরেরও বেশি সময়ের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে কাল মুশফিক নামবেন শততম টেস্ট খেলতে। তার আগের কিংবা সমসাময়িক বাংলাদেশি ক্রিকেটারদের কেউও এই মাইলফলক ছুঁতে পারেননি।

খেলার প্রতি মুশফিকের নিবেদন আর পেশাদার মানসিকতার কথা সবারই জানা। বাংলাদেশ দলের কোচ থেকে ফিল সিমন্সও সেটা বুঝে গেছেন। ‘আসল রহস্য হলো পেশাদারিত্ব। আপনি নিজেকে কীভাবে পরিচালনা করেন, কীভাবে নিজের দক্ষতা উন্নত করেন এবং কীভাবে আন্তর্জাতিক পর্যায়ে সফল হতে কাজ করেন। যদি আপনি তার ক্যারিয়ারের দিকে তাকান, সে আন্তর্জাতিক ক্রিকেটে সফল, আর এটাই তাকে এত দিন ধরে খেলিয়ে যাচ্ছে।’

সিমন্স আরও বলেন, ‘আমাদের তার পেশাদারিত্ব, তার দীর্ঘমেয়াদি পথচলা এবং বাংলাদেশের হয়ে খেলার প্রতি অকৃত্রিম আকাঙ্ক্ষা, এসবকে স্বীকার করতেই হবে। কারণ, ১০০ টেস্ট ম্যাচে পৌঁছানো সহজ নয়। বাংলাদেশ বছরে ১৫টি টেস্ট ম্যাচ খেলে না। তাই এই মাইলফলকে পৌঁছাতে তার অনেক সময় লেগেছে, এটা আমাদের উপলব্ধি করা উচিত। আমি অত্যন্ত খুশি হব যদি আগামীকাল তার এই বিশেষ মুহূর্তটি সুন্দরভাবে উদযাপিত হয়।’

 

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।