ঢাকাFriday , 5 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ব্রাদার্সের জালে গোলবন্যায় লিগে অপরাজিত কিংস

BDKL DESK
December 5, 2025 6:15 pm
Link Copied!

বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) অপরাজিত যাত্রা চলছেই বসুন্ধরা কিংসের। শুরুটা ড্রয়ে হলেও এরপর টানা চতুর্থ জয় পেয়েছে তারা। যার সর্বশেষটি আজ পেয়েছে কিংস।

মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আধিপত্য দেখিয়ে জয় পেয়েছে কিংস। ব্রাদার্স ইউনিয়নকে ৫-১ গোলে হারিয়েছে তারা। সর্বশেষ ম্যাচে রহমতগঞ্জের জালেও পাঁচটি গোল দিয়েছিল কিংস।

ম্যাচের তৃতীয় মিনিটে কিংসকে এগিয়ে দেওয়ার দারুণ সুযোগ পেয়েছিলেন রাকিব হোসেন। তবে বল নিয়ে বক্সে প্রবেশ করে শট নিতে দেরি করায় কর্নারের বিনিময়ে ব্রাদার্স ইউনিয়নকে রক্ষা করেন প্রতিপক্ষের এক ডিফেন্ডার।

১২তম মিনিটে লিড নেওয়ার সবটাই করলেন দরিয়েলতন। কিন্তু ইমানুয়েল সানডের বাড়ানো ক্রসকে ডান-পায়ে দারুণ প্লেসমেন্ট করেও হতাশ হতে হলো তাকে। ব্রাদার্সের গোলরক্ষক ইসহাক আলি দারুণ এক ফিস্ট করে দলকে গোল হজম থেকে বাঁচান।

মুন্সীগঞ্জে বল হাতে দাপট দেখালেও গোল আর পাওয়া হচ্ছিল না কিংসের। মনে হচ্ছিল গোলশূন্যে ড্রয়ে শেষ হবে প্রথমার্ধ। তবে না, ৪১ মিনিটে ডান দিক থেকে রাকিবের ক্রসে কিংসকে লিড এনে দেন দরিয়েলতন। যোগ করা সময়ের প্রথম মিনিটে আরেকটা গোলের দ্বারপ্রান্তে ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

তবে এবারও দরিয়েলতনের সামনে বাধা হয়ে দাঁড়ান গোলরক্ষক ইসহাক। ডানদিকে ঝাঁপিয়ে তার শট রুখে দেন। তবে গোল হজম করা থেকে দলকে বাঁচাতে পারেননি ব্রাদার্সের গোলরক্ষক। ফিরতি সুযোগে বলকে জালে জড়ান ফয়সাল আহমেদ ফাহিম।

বিপরীতে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গোল পাওয়ার মতো প্রথম সুযোগ পায় ব্রাদার্স। কিন্তু বক্সের বাইরে থেকে জামাল ভূঁইয়ার নেওয়া ফ্রি কিক দারুণ ক্ষিপ্রতায় বাঁদিকে শূণ্যে ভেসে কর্নারের বিনিময়ে প্রতিহত করেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। সেই কর্নার শেষেই বিরতির বাঁশি বাজান রেফারি।

বিরতির পর গোল শোধ দেওয়ার বিপরীতে কিংসের একের পর এক আক্রমণের কাছে কোণঠাসা হয়ে পড়ে ব্রাদার্স। যার ফল ৩-০ গোলে পিছিয়ে পড়ে তারা। ৫০ মিনিটে কিংসের তৃতীয় গোল করেন সানডে। ডান দিক থেকে বক্সের মধ্যে সানডেকে পাস বাড়ান রাকিব। ফাঁকায় দাঁড়ানো সানডে সহজেই বাঁ পায়ে বলকে জালে জড়িয়ে দেন।

চতুর্থ গোল পেতেও খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি কিংসকে। ৫৪ মিনিটে হালি পূর্ণ করেন মিডফিল্ডার সোহেল রানা জুনিয়র। অন্যদিকে ৭৭ মিনিটে নিজের জোড়া ও দলের পঞ্চম গোল করেন দরিয়েলতন। ডান প্রান্ত থেকে ইমনের লম্বা ক্রস বক্সের সামনে পেয়ে শরীরের সঙ্গে সেঁটে থাকা প্রতিপক্ষকে ডজ দিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ম্যাচের শেষ দিকে আরেকটি গোল পেতে পারত কিংস। তবে ৮৩ মিনিটে কিউবা মিচেলের নেওয়া বুলেট গতির শট অল্পের জন্য ডান পাশের বার ঘেষে চলে যায়। অন্যদিকে একদম শেষ মুহূর্তে এক গোল শোধ করে ব্রাদার্স। ৯০ মিনিটে জামালের কর্নার থেকে জাল খুঁজে নেয় মোজাম্মেল হোসেনের হেড। এরপর আর কোনো গোল না হলে বড় জয়ে মাঠ ছাড়ে কিংস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।