বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যক্রমে আরও গতিশীলতা ও সুশৃঙ্খলতা আনতে বোর্ডের বিভিন্ন কমিটিতে বড় ধরনের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের ঘোষণা দিয়েছে বিসিবি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিসিবির নারী বিভাগের নতুন চেয়ারম্যান করা হয়েছে রুবাবা দৌলাকে। এই বিভাগের চেয়ারম্যান হিসেবে এতদিন কাজ করা আব্দুর রাজ্জাক এখন থেকে থাকবেন ভাইস-চেয়ারম্যানের দায়িত্বে।
এই দায়িত্বের পাশাপাশি আব্দুর রাজ্জাককে নতুন করে দায়িত্ব দেয়া হয়েছে হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের চেয়ারম্যান হিসেবে। এই পদে তিনি জায়গা নিচ্ছেন সাবেক উইকেটরক্ষক-ব্যাটার খালেদ মাসুদ পাইলটের স্থলাভিষিক্ত হিসেবে।
অন্যদিকে, খালেদ মাসুদ পাইলটকে দেয়া হয়েছে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানের পদে। তিনি এই পদে দায়িত্ব নেবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের স্থলাভিষিক্ত হিসেবে। বোর্ডের কার্যক্রম আরও সুশৃঙ্খল করতেই এই রদবদল করা হয়েছে বলে জানিয়েছে বিসিবি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
