ঢাকাThursday , 18 May 2023
  1. অলিম্পিক এসোসিয়েশন
  2. অ্যাথলেটিক
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আন্তর্জাতিক
  6. আরচারি
  7. এশিয়া কাপ
  8. এশিয়ান গেমস
  9. এসএ গেমস
  10. কমন ওয়েলথ গেমস
  11. কাবাডি
  12. কুস্তি
  13. ক্রিকেট
  14. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  15. টেনিস

ট্রেবল জয়ের স্বপ্ন গার্দিওয়ালার

parag arman
May 18, 2023 11:35 am
Link Copied!

চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির আগুনে পুড়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে ইতিহাদে অনুষ্ঠিত ম্যাচে লস ব্লাঙ্কোদের ৪-০ গোলে উড়িয়ে দেয় স্কাই ব্লু’রা। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে এগিয়ে থেকে ফাইনালে পৌঁছে সিটি কোচ পেপ গার্দিওলা জানান ‘ট্রেবল’ জয়ের স্বপ্নের কথা।

একই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগ, এফএ কাপ ও চ্যাম্পিয়নস লীগজয়ী একমাত্র দল ম্যানচেস্টার ইউনাইটেড। ১৯৯৯ সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের দল ওই ইতিহাস গড়ার পর গত ২৪ বছরে আর কোনো দল পারেনি। সেই কীর্তি স্পর্শ করার হাতছানি এবার ম্যানচেস্টার সিটির সামনে। চ্যাম্পিয়নস লীগের ফাইনালের টিকিট পাওয়া সিটি রয়েছে প্রিমিয়ার লীগ টেবিলের শীর্ষে। আগামী ১০ই জুন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হওয়ার আগে ৩রা জুন ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এফএ কাপের ফাইনাল খেলবে সিটি।

রিয়ালকে হারিয়ে সিটি কোচ পেপ গার্দিওলা বলেন, ‘প্রিমিয়ার লীগে আমরা কাছাকাছি আছি। আমরা জানি যে, আরেকটি ম্যাচ (জেতা) প্রয়োজন আমাদের, এরপর দুটি ফাইনাল… আমাদের প্রতিবেশীদের সঙ্গে (ম্যানচেস্টার ইউনাইটেড) একটি এবং ইতালিয়ান দলের (ইন্টার মিলান) বিপক্ষে একটি। মৌসুমটা আমাদের জন্য এখনও পর্যন্ত খুবই ভালো। এখন শেষটা ভালো করতে হবে। আমরা চেষ্টা করব।’ গার্দিওলা বলেন, ‘আমরা প্রায় পৌঁছে গেছি (ট্রেবল জয়ের লক্ষ্যে)। এখন আমরা এটা নিয়ে ভাবতে পারছি, আমরা এটা দেখতে পারছি। স্রেফ তিনটি ম্যাচ দূরে আছি আমরা। প্রতিটি প্রতিযোগিতায় একটি করে ম্যাচ জেতা প্রয়োজন।’

গত মৌসুমে চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরেই শিরোপা স্বপ্ন ভঙ্গ হয়েছিল ম্যানচেস্টার সিটির। সান্তিয়াগো বার্নাব্যুতে সেমিফাইনাল ফিরতি লেগে ৮৯তম মিনিট পর্যন্ত ৫-৩ গোলে (দুই লেগ মিলিয়ে) এগিয়ে থেকেও শেষ মুহূর্তে তিন গোল খেয়ে ছিটকে গিয়েছিল সিটি। এবার একই মঞ্চে রিয়ালকে বিধ্বস্ত করে পুরনো হিসাব মেটালো সিটিজেনরা। কোচ পেপ গার্দিওলা বলেন, ‘গত মৌসুমটা আমাদের জন্য কঠিন ছিল। ওই সময়ে আমাদের বিষ হজম করতে হয়েছে। কিন্তু ফুটবল আপনাকে সব সময় দ্বিতীয় সুযোগ দেবে।’

গার্দিওলা বলেন, ‘ড্রতে যখন গ্রুপে মাদ্রিদ পড়লো, বলেছিলাম হ্যাঁ এটাই আমি চাই। আমি কেন চেয়েছিলাম কারণটা আজকের ম্যাচের ফলেই পরিষ্কার।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।