সিলেট টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। টেস্ট ইতিহাসে এই প্রথমবারের মতো টাইগারদের প্রথম চার ব্যাটারই করেছেন পঞ্চাশোর্ধ্ব স্কোর!
মাহমুদুল হাসান জয়, শাদমান ইসলাম, মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চারজনই ফিফটি পার করে দলকে নিয়ে গেছেন শক্ত অবস্থানে। এর মধ্যে জয় পেয়েছেন সেঞ্চুরির দেখা।
প্রথম ইনিংসে তৃতীয় দিনের লাঞ্চ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৪৪৭ রান। টাইগারদের হাতে রয়েছে ছয়টি উইকেট।
দারুণ ফর্মে থাকা মাহমুদুল হাসান জয় খেলেছেন ক্যারিয়ারের সেরা ইনিংস ১৭১ রান ২৮৬ বলে, যেখানে ছিল ১৪টি চার ও ৪টি ছক্কা। তার সঙ্গে ওপেনার শাদমান ইসলামও খেলেছেন সাবলীল ৮০ রানের ইনিংস, ১০৪ বলে ৯ চার ও ১ ছক্কায়।
তৃতীয় উইকেটে জয়ের সঙ্গে দুর্দান্ত জুটি গড়েন মুমিনুল হক। সাবেক অধিনায়ক ফিরেছেন নিজের ছন্দে, ৮২ রান করেছেন ১৩২ বলে, যার মধ্যে ছিল ৫ চার ও ২ ছক্কা। শেষদিকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলছেন আক্রমণাত্মক এক ইনিংস। ৭১ বলে ৬৩ রান করে তিনি অপরাজিত আছেন।
আয়ারল্যান্ডের পক্ষে ব্যারি ম্যাকার্থি নিয়েছেন ২ উইকেট, ম্যাথিউ হামফ্রিজ পেয়েছেন ২টি।
এর আগে প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের ব্যাটিং গুটিয়ে যায় ২৮৬ রানে। বাংলাদেশের স্পিন আক্রমণে সবচেয়ে সফল ছিলেন মেহেদী হাসান মিরাজ। তিনি পেয়েছেন ৩ উইকেট ৫০ রানে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
