ঢাকাSaturday , 1 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

টানা পঞ্চম সিরিজ জয়ের মিশনে ব্যর্থ বাংলাদেশ, ব্যাটে-বলে শীর্ষ পাঁচে রয়েছেন যারা

BDKL DESK
November 1, 2025 10:27 pm
Link Copied!

টি–টোয়েন্টিতে টানা পঞ্চম সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে চট্টগ্রামে অনুষ্ঠিত তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজে ৩–০–তে ধবলধোলাই হয়েছে লিটন দাসের দল। এই সিরিজে ব্যাটে–বলে এই সিরিজ মোটেও ভালো কাটেনি স্বাগতিকদের। আসুন দেখে নিই এই সিরিজে শীর্ষ পাঁচ ব্যাটসম্যান ও বোলার কারা।

ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। এই বাঁহাতি ব্যাটার ৩ ম্যাচে ৫৫ গড় ও ১৪৩.৪৭ স্ট্রাইকরেটে করেছেন সর্বোচ্চ ১৬৫ রান। ২টি ফিফটি হাঁকানোর পাশাপাশি ক্যারিয়ারসেরা ৮৯ রানের ইনিংসও খেলেছেন জুনিয়র তামিম।

এই তালিকায় পরের চার ব্যাটসম্যানে অবশ্য বাংলাদেশের আর কেউ নেই। ২ ম্যাচে ১০১ গড় ও ১৫৭.৮১ স্ট্রাইকরেটে ১০১ রান নিয়ে দুইয়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ। ৩ ম্যাচে ২৯ গড় ও ১২৭.৯৪ স্ট্রাইকরেটে ৮৭ রান করেছেন অ্যালিক অ্যাথানেজ। ২ ম্যাচে ৬৭ গড় ও ১৫২.২৭ স্ট্রাইকরেটে ৬৭ রান করেছেন রোস্টন চেজ। ৩ ম্যাচে ৫২ গড় ও ১২৩.৮০ স্ট্রাইকরেটে ৫২ রান করেছেন সাবেক অধিনায়ক রোভম্যান পাওয়েল।

সিরিজে বোলারদের তালিকায় সবার উপরে আছেন পেসার জেসন হোল্ডার। ৩ ম্যাচে ৬.৯১ ইকোনমিতে সর্বোচ্চ ৭ উইকেট নিয়েছেন তিনি। সমান ৭ উইকেট শিকার করেছেন তৃতীয় টি–টোয়েন্টি ম্যাচে হ্যাটট্রিকের স্বাদ পাওয়া পেস বোলিং অলরাউন্ডার রোমারিও শেফার্ড। তিনি অবশ্য গড়ে ওভার প্রতি খরচ করেছেন ৮.০৫ রান।

ওয়েস্ট ইন্ডিজের তারকা স্পিনার আকিল হোসেন ৩ ম্যাচে মাত্র ৫.৮৩ ইকোনমিতে শিকার করেছেন ৬ উইকেট। বাংলাদেশের তারকা লেগস্পিনার রিশাদ হোসেনও তিন ম্যাচে ৬ উইকেট পেয়েছেন, অবশ্য গড়ে ওভার প্রতি খরচ করেছেন ৯.৩৬ রান। শেষ ম্যাচে বিশ্রামে থাকা টাইগার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ২ ম্যাচে পান ৩ উইকেট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।