ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমে সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ৯ বছর পর ওয়ানডে ফরম্যাটে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডকে হারিয়ে ইতিহাস গড়েছে সাদা-কালো শিবির। ওপেনার আনিসুল ইসলাম ইমনের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে মোহামেডান ৩৯ রানের দারুণ জয় পেয়েছে।
২০১৬ সালের পর এটাই প্রথমবার ওয়ানডে ফরম্যাটে আবাহনীকে হারাল মোহামেডান। এই জয়ে লিগ পর্ব শেষে দুই দলের পয়েন্টই সমান ১৮ হলেও, নেট রান রেটে এগিয়ে থেকে সুপার সিক্সে শীর্ষ দল হিসেবে জায়গা করে নিয়েছে আবাহনী।
শনিবার (১২ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে মোহামেডান। দলীয় ৩৩ রানে ওপেনার রনি তালুকদার ফেরেন (১৬), তবে দ্বিতীয় উইকেটে ইমন ও মাহিদুল ইসলাম অঙ্কনের ১২৩ রানের জুটি দলকে মজবুত ভিত দেয়। অঙ্কন মাত্র দুই রানের জন্য অর্ধশতক মিস করে ৪৮ রান করে আউট হন।
অন্যদিকে চাপ সামলে দারুণ ব্যাটিং করেন আনিসুল ইসলাম ইমন। ১১৮ বলে ১৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১১৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি, যা তার প্রথম শ্রেণির ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এছাড়া মুশফিকুর রহিম ২০, মেহেদি হাসান মিরাজ ১৮ ও মাহমুদউল্লাহ রিয়াদ ১৭ রান করেন। সব মিলিয়ে মোহামেডান ৪৮.২ ওভারে ২৬৪ রানে অলআউট হয়।
আবাহনীর হয়ে নাহিদ রানা ৩টি এবং মৃত্যুঞ্জয় চৌধুরি, মাহফুজুর রহমান রাব্বি ও রাকিবুল হাসান ২টি করে উইকেট নেন। মোসাদ্দেক হোসেন সৈকত পান ১টি উইকেট।
২৬৫ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে আবাহনী। টপ অর্ডারের ব্যাটাররা জ্বলে উঠতে ব্যর্থ হন জিসান আলম ৩, পারভেজ হোসেন ইমন ১৬, এবং মোহাম্মদ মিঠুন করেন ১৯ রান। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হাল ধরলেও সঙ্গ দিতে পারেননি কেউ।
শান্ত ১১৩ বলে ৭টি চারে ৮০ রানের লড়াকু ইনিংস খেললেও শেষপর্যন্ত তার আউটের সঙ্গে সঙ্গেই আবাহনীর জয়ের আশা শেষ হয়ে যায়। মুমিনুল হক, মোসাদ্দেক ও মৃত্যুঞ্জয় করেন যথাক্রমে ২৫, ২৪ ও ২৪ রান। সব মিলিয়ে ৪৭.২ ওভারে ২২৫ রানে গুটিয়ে যায় আবাহনী।
মোহামেডানের হয়ে এবাদত হোসেন ৪ উইকেট নিয়ে ব্যাটিং লাইনআপে ধস নামান। পাশাপাশি মেহেদি হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন নেন ২টি করে উইকেট।
এই জয় মোহামেডানের জন্য যেমন গর্বের, তেমনি আবাহনীর জন্যও সতর্কবার্তা। পয়েন্ট সমান হলেও, নেট রান রেটের কল্যাণে সুপার সিক্সে শীর্ষ দল হিসেবে জায়গা করে নিয়েছে আবাহনী।
স্কোরবোর্ড
মোহামেডান স্পোর্টিং ক্লাব: ২৬৪/১০ (৪৮.২ ওভারে) (আনিসুল ইসলাম ১১৪,মাহিদুল ইসলাম অঙ্কন ৪৮; নাহিদ রানা ৪৯/৩,রাকিবুল হাসান ২৩/২)।
আবাহনী লিমিটেড: ২২৫/১০ (৪৭.২ ওভারে) (নাজমুল হোসেন শান্ত ৮০,মমিনুল হক ২৫; এবাদত হোসেন ৩৬/৪)।
ফল: মোহামেডান ৩৯ রানে জয়ী।
ম্যাচসেরা: আনিসুল ইসলাম ইমন (মোহামেডান স্পোর্টিং ক্লাব)।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।