নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ২৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ৩৩৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে এদিন সর্বোচ্চ ৮৭ রান করে রিশাদ হোসেন। পরে বল হাতেও ৩ উইকেট তুলে নেন এই লেগ স্পিনার। ৩০৮ রান তুলে থেমেছে নিউজিল্যান্ড একাদশ।
রিশাদের অলরাউন্ড পারফর্মম্যান্সেই সহজ জয় পায় বাংলাদেশ দল। ম্যাচ শেষে নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশন নিয়ে নিশাদ বলেন, ‘প্রথমত একটু ঠান্ডা কন্ডিশন, আমরা গত দুই দিনে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। ধীরে ধীরে প্রাকটিস ম্যাচের দিকে গিয়েছি। প্রাকটিস ম্যাচ যখন শুরু করেছি তার আগে আবহাওয়া ঠান্ডা নাকি এসব মাথায় ছিল না। চেষ্টা করেছি মানায় নেওয়ার জন্য।’
নিজের এমন ব্যাটিং-বোলিং নিয়ে রিশাদ বলেন, ‘অনেকদিন পর সুযোগ পেয়েছি ব্যাটিং করার। লং টাইম ব্যাটিং করার, তো চেষ্টা করেছি যে উইকেটে থেকে রান করার। আর বোলিং ঠান্ডা কন্ডিশন তো সবসময় নিজেকে চেষ্টা করেছি গরম রাখার। যখন তখন বোলিং করতে হতে পারে এই জিনিসটা মাথায় ছিল। গরম ছিল…সবকিছু মানসিকভাবে রেডি ছিলাম।’
অতিরিক্ত ঠান্ডার কারণে আনইজি ফিল হচ্ছিল সেটাও মনে করিয়ে দিলেন রিশাদ। জানালেন ভালো কিছু করবে দল, ‘কিন্তু তারপরেও অনেক ঠান্ডা, এজন্য একটু আনইজি ফিল হয়েছিল। কিন্তু সবকিছু ঠিক আছে। ইনশাআল্লাহ টিম ভালো কিছু করবে। দোয়া করবেন সবাই।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।