এনসিএল টি-টোয়েন্টি দিয়ে ৭ মাস পর ২২ গজে ফিরেছেন তামিম ইকবাল। চট্টগ্রামের হয়ে রংপুরের বিপক্ষে মাঠে নামেন তিনি। তবে অধিনায়ক হিসেবে নন, মূলত বিপিএলের জন্য প্রস্তুত হতেই এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন খান সাহেব। তবে তার ফেরাটা সুখকর হয়নি।
বুধবার (১১ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে চট্টগ্রাম। মাহমুদুল হাসান জয়ের সঙ্গে ওপেন করতে নামেন তামিম। শুরুটা ভালই হয়েছিলো। এক চার ও এক ছয়ে দশ বলের ইনিংস থামে ১৩ রানে।
আউট হয়ে যান এনামুল হকের বলে বোল্ড হয়ে। এনসিএল টি টোয়েন্টির প্রথম কয়েকটি ম্যাচ খেলবেন তামিম। বিপিএল-এর আগে প্রস্তুতির অংশ হিসেবে এই টুর্নামেন্টে খেলছেন তিনি। গেল মে মাসে ঢাকা প্রিমিয়ার লিগে শেষবার ব্যাট হাতে নেমেছিলেন প্রাইম ব্যাংকের হয়ে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।