বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলে সিলেট পর্বের হাই ভোল্টেজ ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে শিরোপা প্রত্যাশি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস জিতে আগে ব্যাটিং করছে রংপুর।
এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে নুরুল হাসান সোহানের দল রংপুর। আর কুমিল্লা এই ম্যাচে খেলছে তিন পরিবর্তন নিয়ে। কুমিল্লার একাদশে নেই ইমরুল কায়েস। রংপুরের একাদশ থেকে বাদ পড়েছেন ওপেনার রনি তালুকদার। অবশ্য ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায়নি রংপুর।
তানভির ইসলামের অফ স্টাম্পের অনেক বাইরের বল ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে মোহাম্মদ রিজওয়ানের স্টাম্পিং হয়েছেন ১২ বলে ১৪ রান করা ব্র্যান্ডন কিং। ফলে দলীয় ১৮ রানেই প্রথম উইকেট হারায় রংপুর। দলের ৭৩ রানে ৩৬ বলে ৩৭ রান করা বাবর আজমকে সাজঘরে ফেরত পাঠান খুশদিল শাহ। শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ ওভারে রংপুর রাইডার্সের সংগ্রহ ২ উইেকেট ৭৪ রান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।