আইপিএলের প্রথম ম্যাচেই চেন্নাইয়ের একাদশে সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান। সুযোগটা ভালোভাবেই কাজে লাগাচ্ছেন বাংলাদেশের পেসার। আইপিএলে নিজের পঞ্চম দলের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই নিতে শুরু করেছেন উইকেট দিয়ে। এখন পর্যন্ত দুই ওভারে ৭ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।
মুস্তাফিজ তার প্রথম ওভারে মাত্র ৪ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তার প্রথম শিকার ফাফ ডু প্লেসি। রাচিন রবীন্দ্রের ক্যাচ বানিয়ে বেঙ্গালুরুর অধিনায়ককে ফেরান মুস্তাফিজুর রহমান। ২৩ বলে ৩৫ রান নেন মুস্তাফিজ। ওভারের তৃতীয় বলের পর তিনি উইকেট নেন ষষ্ঠ বলে। রজত পাতিদারকে উইকেটের পেছনে উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনির ক্যাচ বানান তিনি। ৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।
মুস্তাফিজকে দুই ওভার করিয়ে তাকে বোলার পরিবর্তন করেন চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। পরে ইনিংসের ১২তম ওভারে কাটার মাস্টারকে আবার ফিরিয়ে আনেন। এসে বিরাট কোহলির পর তুলে নেন ক্যামেরন গ্রিনকে। ২ ওভারে ৪ উইকেট পেতে মোস্তাফিজ রান দিয়েছেন ৭টি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।