বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের। ইনিংস শেষের আগের ওভার যখন শুরু করলেন বাস ডে লেডে, শতক থেকে তখনও ২৫ রান দূরে গ্লেন ম্যাক্সওয়েল। সেখান থেকে তিন অঙ্ক ছুঁতে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের লাগল স্রেফ পাঁচ বল! ডে লেডের বৈধ প্রথম পাঁচ বলে দুটি চার ও তিনটি ছক্কায় তিনি ছুঁয়ে ফেললেন শতক, গড়লেন রেকর্ড।
দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে স্রেফ ৪০ বলে শতক করেন ম্যাক্সওয়েল। বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতক এটিই।
এইডেন মার্করামের রেকর্ড টিকল না তিন সপ্তাহও। এই মাঠেই গত ৭ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ৪৯ বলে শতকে ছুঁয়ে আগের রেকর্ডটি গড়েছিলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।