ঢাকাSaturday , 14 October 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

৩০০ ছক্কার মাইলফলকে রোহিত শর্মা

BDKL DESK
October 14, 2023 9:57 pm
Link Copied!

দিনদিন যেন ছক্কার রাজা হয়ে উঠছেন রোহিত শর্মা। আগের ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার রেকর্ড নিজের করে নেন। শুক্রবার পাকিস্তানের বিপক্ষে আরো একটি ছক্কার মাইলফলকে পদার্পণ করেন রোহিত শর্মা।

ওয়ানডেতে কেবলমাত্র তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৩০০ ছক্কা হাঁকানোর কৃতিত্ব অর্জন করলেন রোহিত। পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি ওয়ানডেতে সর্বোচ্চ ৩৫১টি ছক্কার মালিক। তার পরেই রয়েছেন ক্রিস গেইল। রোহিত শর্মা এবার তাদেরই কাতারে নামা লেখালেন।

তাছাড়া রোহিত শর্মা বিশ্বকাপে এক ইনিংসে পাঁচ বা তার বেশি ছক্কা হাঁকিয়েছেন এই নিয়ে তিনবার। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সও তিনবার করে পাঁচ বা তার বেশি ছক্কা হাঁকিয়েছেন এক ইনিংসে বিশ্বকাপের ম্যাচে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।