ক্রিকেট মানেই অনিশ্চয়তা, আর সেই অনিশ্চয়তার চূড়ান্ত রূপ দেখা গেলো ইংল্যান্ডের মিডলসেক্স কাউন্টি ক্রিকেট লিগে। নর্থ লন্ডন ক্রিকেট ক্লাব ও রিচমন্ড সিসির মধ্যকার এক ম্যাচে এমন এক নজিরবিহীন ঘটনা ঘটেছে, যা রীতিমতো হতবাক করে দিয়েছে ক্রিকেটবিশ্বকে। মাত্র ২ রানে অলআউট হয়েছে রিচমন্ড সিসি, গড়ে তুলেছে ইতিহাসের সবচেয়ে নিম্নতম দলীয় স্কোরের রেকর্ড।
শনিবার (২৪ মে) অনুষ্ঠিত ম্যাচটি ছিল মিডলসেক্স কাউন্টি লিগের তৃতীয় স্তরের ডিভিশন ওয়ানে। প্রথমে ব্যাট করে নর্থ লন্ডন সিসি ৪৫ ওভারে ৬ উইকেটে তুলেছিল ৪২৬ রানের পাহাড়সম স্কোর। দলের হয়ে ড্যান সিমন্স একাই খেলেছেন ১৪০ রানের দুর্দান্ত ইনিংস। সঙ্গে ছিলেন জ্যাক লেভিথ (৪৩) ও নাবিল আব্রাহামস (৪২), যারা কার্যকরী অবদান রাখেন স্কোরবোর্ড সমৃদ্ধ করতে। এছাড়া রিচমন্ডের বাজে বোলিংয়ে ৯২ রান আসে অতিরিক্ত থেকে, যেখানে ছিল ৬৫টি ওয়াইড ও ১৬টি ‘নো’ বল।
৪২৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে রিচমন্ড সিসির ইনিংস যেন এক দুঃস্বপ্ন! মাত্র ৫.৪ ওভারে, অর্থাৎ ৩৪ বলেই তাদের পুরো দল অলআউট হয়ে যায় মাত্র ২ রানে! দলের ৮ ব্যাটসম্যান শূন্য রানে আউট হন। মাত্র দুজন ব্যাটার এক রান করে সংগ্রহ করতে সক্ষম হন। এই ভরাডুবিতে রিচমন্ড হারে ৪২৪ রানে—যা একদিনের ক্রিকেটে সবচেয়ে বড় পরাজয়।
ক্রিকেট ইতিহাসে এত কম রানে অলআউট হওয়ার ঘটনা খুঁজে পাওয়া যায় দুই শতক আগেও। ১৮১০ সালে ‘দ্য বিস’ নামক একটি দল ৬ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে। তবে আধুনিক ক্রিকেটে এই ধরনের স্কোর রীতিমতো অবিশ্বাস্য।
শুধু ক্লাব ক্রিকেট নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও এমন কিছু লজ্জাজনক ইনিংস রয়েছে। ১৯৫৫ সালে নিউজিল্যান্ড ২৬ রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে (টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন), ২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ রানে অলআউট হয় জিম্বাবুয়ে (ওয়ানডেতে সর্বনিম্ন)। টি-টোয়েন্টিতে রেকর্ডটি আইভরি কোস্টের, নাইজেরিয়ার বিপক্ষে মাত্র ৭ রান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।