দীর্ঘ ২ বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হাফসেঞ্চুরির দেখা পেলেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিব সবশেষ হাফসেঞ্চুরির দেখা পেয়েছিলেন ২০২২ সালের অক্টোবরের ১৩ তারিখে হেগলি ওভালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে। এ ম্যাচে আরও একটি রেকর্ড গড়েছে সাকিব আল হাসান। প্রথম বাংলাদেশি হিসেবে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার ৫০০ রান পূর্ণ করেন।
তার নিকটতম স্থানে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এই মুহূর্তে তার নামের পাশে ২ হাজার ৩৬০ রান। ১২৫ ম্যাচের ১২৩ ইনিংসে সাকিব ব্যাট করেছেন ১২০’র বেশি স্ট্রাইকরেটে, মাহমুদউল্লাহর ক্ষেত্রে সংখ্যাটা ১১৮’র ঘরে।
নামের পাশে ২ হাজার ৪৫১ রান নিয়ে ডাচদের বিপক্ষে খেলতে নেমেছিলেন সাকিব। তখন ২ উইকেট হারিয়ে বাংলাদেশ বিপদে। তানজিদ তামিমকে সঙ্গী করে দলকে বিপদ থেকে উদ্ধার করেন তিনি। তানজিদ ফিরে যান ২৬ বলে ৩৫ রান করে। এরপর মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে জুটি গড়েন বাংলাদেশ অলরাউন্ডার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।