সব দলই ভারতকে হারাতে চায় এবং পছন্দ করে। তাই বাংলাদেশকে মজা নিতে দাও। টেস্ট সিরিজ শুরুর আগে এমন মন্তব্য করেছেন দলটির অধিনায়ক রোহিত শর্মা। যদিও টিম টাইগার্সকে নিয়ে বেশ সতর্ক তিনি। ঘরের মাঠে জিততে চান টানা ১৮ সিরিজ।
পাকিস্তানকে উড়িয়ে ভারতের মাটিতে পা রেখেছে টিম বাংলাদেশ। দু’দেশের সাম্প্রতিক কূটনীতি আর ২২ গজে সাম্প্রতিক প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ এবার ভিন্ন মাত্রা দিচ্ছে। বিশেষ করে টেস্টে।
শান্ত-মিরাজদের ফর্ম টাইগার সমর্থকদের আশা দেখালেও তা উড়িয়ে দিয়েছিলেন দলটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। বর্তমান অধিনায়ক ব্যতিক্রম নন। উচ্চাভিলাসী লাল সবুজদের ইংল্যান্ডের কথা স্বরণ করিয়ে দিয়েছেন রোহিত শর্মা।
ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, সব দলই ভারতকে হারাতে চায় এবং পছন্দ করে। বাংলাদেশকে মজা নিতে দাও। আমাদের ম্যাচ জেতা দরকার, সে জন্যই আমরা এখানে এসেছি। তারা কি ভাবল সেটা আমাদের দেখার বিষয় নয়। ইংল্যান্ড যখন এসেছিল তখন তারাও অনেক কথা বলেছিল। আমরা সেসবে কান দেইনি।
পরিসংখ্যান অবশ্য রোহিতদের পক্ষেই। দুই যুগের পথচলায় সাদা পোষাকে প্রতিবেশিদের হারাতে পারেনি বাংলাদেশ। আর ঘরের মাঠেতো আরও দুর্ধর্ষ স্বাগতিকরা। টেস্টে ১৭ সিরিজ আর এক যুগ ধরে অপরাজিত টিম ইন্ডিয়া। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপ রেস জমে ওঠায় প্রতি ম্যাচকেই গুরুত্ব দিচ্ছে ম্যান ইন ব্লু।
ভারত অধিনায়ক রোহিত শর্মা আরও বলেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য প্রতিটা ম্যাচ এখন গুরুত্বপূর্ণ। একমাস বিরতি কাটিয়ে ফিরে নিশ্চয় ক্রিকেটারা ফুরফুরে মেজাজে আছে। আমরা শুরুটা ভালো করতে চাই।
টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের পাশাপাশি বাংলাদেশের সামনেও সুযোগ ফাইনাল খেলার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।