নতুন বছরের শুরুতেই সারা বছরের পরীকল্পনা ঠিক করে রাখে অনেকেই। সাজিয়ে রাখে আগামী দিনগুলোর কর্মকাণ্ড। আগামী এক বছর কি কি করতে পারে বা কি কি হবে তার একটা ক্যালেন্ডার ঠিক করা থাকলে অনেকটা এগিয়ে যাওয়া যায়। সেই সঙ্গে কাজগুলো ভাগ করে করে সহজেই সমাপ্ত করা যায়। বাংলাদেশ ফুটবলও নতুন বছরের ব্যস্ততার ক্যালেন্ডার ঠিক করে রাখলো।
২০২৫ সাল দারুণ ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশ ফুটবল। নারী ও পুরুষ উভয় বিভাগে রয়েছে এশিয়ান কাপ বাছাইয়ের খেলা। পুরুষ ফুটবলে এই বছর হওয়ার কথা দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপও।
২০২৫ সালের প্রথম আন্তর্জাতিক সূচি নারী ফুটবলে। ১৭-২৫ ফেব্রুয়ারি ফিফা উইন্ডোতে তিনটি ম্যাচ খেলার সুযোগ রয়েছে। বাংলাদেশ এই সময়ের মধ্যে খেলতে সিঙ্গাপুর, মালয়েশিয়াকে আমন্ত্রণ জানিয়েছে। এখনো কোনো সম্মতি পাওয়া যায়নি। প্রয়োজনে অন্য দেশকেও আমন্ত্রণ জানাতে পারে।
নতুন বছরের মার্চে বাংলাদেশের ফুটবলে সবচেয়ে বড় আকর্ষণ ভারতের বিপক্ষে এশিয়া কাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচ। ২৫ মার্চ বাংলাদেশ ভারতের মুখোমুখি হবে। ঐ ম্যাচ দিয়ে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা হামজা চৌধুরির বাংলাদেশে অভিষেক হওয়ার কথা। তাই ঐ ম্যাচের দিকে তাকিয়ে শুধু ফুটবল নয় গোটা ক্রীড়াঙ্গনই।
২০২৫ সালে বাংলাদেশ সিনিয়র পুরুষ ফুটবল দল এশিয়া কাপ বাছাইয়ে পাঁচটি ম্যাচ খেলবে। এর মধ্যে তিনটি হোম বাকি দু’টি অ্যাওয়ে। এশিয়া কাপ বাছাই ছাড়াও সিনিয়র দলের সেপ্টেম্বর উইন্ডোতে ফিফা প্রীতি ম্যাচ খেলার সুযোগও রয়েছে।
পুরুষদের মতো নারী ফুটবলেও রয়েছে এশিয়ান কাপ বাছাই। ২৩ জুন-৫ জুলাই এই বাছাইয়ের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সেই বাছাইয়ের আগে ফেব্রুয়ারি,মার্চ ও মে উইন্ডোতে বাংলাদেশ ৪-৫ টি ম্যাচ খেলতে চায়। সিনিয়র দলের পাশাপাশি নারী ও পুরুষ জুনিয়র পর্যায়ে সাফ এবং এএফসির একাধিক টুর্নামেন্ট রয়েছে।
বাংলাদেশ পুরুষ ফুটবলের সূচি
সময় প্রতিযোগিতা ভেন্যু
২৫ মার্চ এশিয়া কাপ বাছাই ভারত
৮-১৮ মে সাফ অ-১৯ ভারত
১০ জুন এশিয়া কাপ বাছাই বাংলাদেশ
১৫ জুন-২৫ জুলাই সাফ চ্যাম্পিয়নশিপ হোম/অ্যাওয়ে
১-৯ সেপ্টেম্বর এএফসি অ-২৩ বাছাই –
২-১০ সেপ্টেম্বর ফিফা উইন্ডো –
১৭-২৭ অক্টোবর সাফ অ-১৭ –
৯ অক্টোবর এশিয়া কাপ বাছাই বাংলাদেশ
১৪ অক্টোবর এশিয়া কাপ বাছাই হংকং
১৮ নভেম্বর এশিয়া কাপ বাছাই বাংলাদেশ
২২-৩০ নভেম্বর এএফসি অ-১৭ বাছাই –
বাংলাদেশ নারী ফুটবলের সূচি
সময় প্রতিযোগিতা ভেন্যু
১৭-২৫ ফ্রেব্রুয়ারি ফিফা উইন্ডো (৩ ম্যাচ) –
৩১ মার্চ- ৮ এপ্রিল ফিফা উইন্ডো ( ২ম্যাচ) –
২৬ মে- ৩ জুন ফিফা উইন্ডো (২ ম্যাচ) –
২৩ জুন-৫ জুলাই মহিলা এশিয়া কাপ বাছাই হোম/অ্যাওয়ে
১-১১ জুলাই সাফ অ-২০ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ
২-১০ আগস্ট এএফসি অ-২০ বাছাই –
১৪-২৪ সেপ্টেম্বর সাফ অ-১৭ চ্যাম্পিয়নশীপ –
৯-১৭ অক্টোবর এএফসি অ-১৭ বাছাই –
২০-২৮ অক্টোবর ফিফা উইন্ডো ( ২ ম্যাচ ) –
২৪ নভেম্বর-২ ডিসেম্বর ফিফা উইন্ডো ( ২ ম্যাচ ) –
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।