ইতিহাসের নতুন অধ্যায় লিখল ভারতের অনূর্ধ্ব ১৯ মহিলা দল। শেফালি বর্মার নেতৃত্বে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হল ভারতের মহিলা ক্রিকেট দল।
বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়েছে ভারতীয় মহিলা দল। শেফালি বর্মা এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত সঠিক বলে প্রমাণিত হয়।
১৭.১ ওভারে মাত্র ৬৮ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ভারতীয় দল ৩৬ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়।
এবারই প্রথম অনূর্ধ্ব ১৯ মহিলাদের বিশ্বকাপ আয়োজন করেছিল আইসিসি। আর প্রথমবারেই চ্যাম্পিয়ন ভারতীয় দল। ঠিক যেমন রেকর্ড করেছিল এমএস ধোনির নেতৃত্বাধীন ভারতীয় টি২০ দল।
১৯ বছর বয়সী শেফালি বর্মা এবার ধোনির মতোই রেকর্ড করে ফেললেন। এখন তিনিই মহিলাদের ক্রিকেটের ধোনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।