ঢাকাSaturday , 14 September 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

১৬ বছর পর বাফুফে ছাড়ছেন কাজী সালাউদ্দিন

Sahab Uddin
September 14, 2024 5:07 pm
Link Copied!

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে প্রায় সকল অঙ্গনে পরিবর্তনের ছোঁয়া লাগলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির পদে আসীন আছেন কাজী সালাউদ্দিন। দেশীয় ফুটবলের সমর্থকদের একটি সংগঠন তাঁর পদত্যাগের দাবিতে কয়েকদিন আন্দোলন চালালেও সেসবে থোরাই কেয়ার ছিল সাবেক এ তারকা ফুটবলারের।

সে সময় জোর গলায় সালাউদ্দিন জানিয়েছিলেন, তিনি পদত্যাগ তো করবেন না-ই, বরং আগামী ২৬ অক্টোবর হতে যাওয়া বাফুফের পরবর্তী নির্বাচনেও অংশ নেবেন।

তবে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন সালাউদ্দীন। আজ শনিবার বাফুফেতে এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, বাফুফের পরবর্তী নির্বাচনে অংশ নেবেন না তিনি। বাংলাদেশের ফুটবল ফেডারেশনে সালাউদ্দীন অধ্যায় শুরু হয় ২০০৮ সালে। সেবার নির্বাচনে জিতে বাফুফের সভাপতির চেয়ারে বসেন তিনি। পরের তিন নির্বাচনেও ফলাফল সালাউদ্দীনের পক্ষেই যাওয়ায় দীর্ঘ ১৬ বছর ধরে বাফুফের দায়িত্বে আছেন তিনি।

সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেছেন, ‘আমি চার মেয়াদে দায়িত্বে ছিলাম। সেজন্য নিজেকে খুব ভাগ্যবান মনে করি, যে এমন সুযোগ আমার জীবনে এসেছে।এখন বাফুফের যে নির্বাচন আসছে, ২৬ অক্টেবরে; আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না। এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এটা জানানোর জন্য এসেছি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।