ঢাকাSaturday , 19 October 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

১৪৭ বছরের টেস্টে নতুন ইতিহাস গড়লো ভারত

Sahab Uddin
October 19, 2024 4:24 pm
Link Copied!

বেঙ্গালুরুতে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন দেখালো ভারত। প্রথম ইনিংসে নিজেদের ঘরের মাঠে সর্বনিম্ন স্কোর ৪৬ রানে অলআউট হওয়ার পরেও দুর্দান্ত এক কামব্যাক দেখিয়েছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা এবং বিরাট কোহলি পেয়েছেন রানের দেখা। প্রথম ইনিংসে ডাকের পর সরফরাজ খান পেয়েছে নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। সেই সুবাদে প্রথম ইনিংসে ৩৫৬ রানে পিছিয়ে পড়লেও সেখান থেকে লিড পেয়েছে তারা।

চলতি টেস্টে ভাগ্যটা এখনো দুলছে পেন্ডুলামের মতো করেই। তবে ভারতের পিচ বরাবরই স্পিনের জন্য আদর্শ। শেষদিনে চমক দেখিয়ে ভারত ম্যাচ জিতলেও খুব একটা অবাক হওয়া চলবে না। ম্যাচের ফলাফল যাইই হোক, এরইমাঝে বেঙ্গালুরুর এই টেস্ট দিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভিন্নরকমের এক নজির স্থাপন করেছে টিম ইন্ডিয়া। ক্রিকেট বিশ্বে প্রথম দেশ হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে টেস্টেন ১০০ ছক্কা হাঁকিয়েছে রোহিত শর্মার দল।

বাজবল তত্ত্ব ক্রিকেটে আসার পর থেকেই সাদা পোশাকে বেড়েছে আগ্রাসী ব্যাটিংয়ের রীতি। তবে এই রীতিটার সফল প্রয়োগ যেন দেখাল ভারতই। টেস্ট ইতিহাসে প্রথম দেশ হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে ১০০ ছক্কা পার করেছে তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত চলতি বছরে টেস্ট ক্রিকেটে ভারতের ছক্কা ১০৮টি।

টেস্টে এক বছরে সবচেয়ে বেশি ছক্কা

১০৮ ছক্কা – ভারত (২০২৪ সাল)
৮৯ ছক্কা – ইংল্যান্ড (২০২২ সাল)
৮৭ ছক্কা – ভারত (২০২১ সাল)
৮১ ছক্কা – নিউজিল্যান্ড (২০১৪ সাল)
৭১ ছক্কা – নিউজিল্যান্ড (২০১৪ সাল)

ছক্কার তালিকায় এই টেস্ট থেকেই নাম তুলেছেন আরও একজন। তিনি ঋশভ পান্ত। কপিল দেবকে টপকে ভারতের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ছক্কার তালিকায় ৬ নম্বরে উঠে এসেছেন তিনি। ৬২ ম্যাচে পান্তের ছক্কা ৬৪টি। এই তালিকায় সবার ওপরে বীরেন্দর শেবাগ। সাবেক এই ওপেনারের ছক্কা ছিল ৯০টি। দুইয়ে থাকা রোহিত শর্মার ছক্কা ৮৮টি। আর তিনে থাকা মহেন্দ্র সিং ধোনির ছক্কা ৭৮টি।

তবে বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মাঝে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড থাকছে টিম সাউদির দখলেই। নিউজিল্যান্ডের এই পেসার হাঁকিয়েছেন ৯৩ ছক্কা। বেঙ্গালুরুতেই নিজের ৬৫ রানের ইনিংস খেলতে গিয়ে হাঁকিয়েছেন ৪টি ওভার বাউন্ডারি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।