প্রথম ইনিংসে ২৬ রান বা তার নিচে ৬ উইকেট হারিয়ে ম্যাচ জয়ের কীর্তি ১৩৭ বছরের টেস্ট ইতিহাসে প্রথম। এমন প্রথমের সঙ্গে নতুন অনেক কিছুই ঘটেছে রাওয়ালডিন্ডিতে, ঘটিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের ৭৯ বছরের ক্রিকেট ইতিহাসে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ও ইংল্যান্ডের পর চতুর্থ দল হিসেবে তাদের মাটিতেই ধবলধোলাই করেছে বাংলাদেশ। বিদেশের মাটিতে অস্টম টেস্ট আর নবম সিরিজ জয় টাইগারদের।
প্রথম টেস্ট জিততে বাংলাদেশের সময় লেগেছিলো ৫ বছর। চট্টগ্রামে জিম্বাবুয়েকে দিয়ে খুলেছিলো বনেদি ফরম্যাটে জয়ের খাতা। তবে বিদেশের মাটিতে প্রথম টেস্ট জয়ের উল্লাস করতে অপেক্ষা করতে হয়েছে আরও চার বছর। সবমিলে নয় বছর। যদিও ২০০৯ এ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম সিরিজ জয়ে নিজেদের শক্তিমত্তার চেয়ে ক্যারিবিয়দের দুর্বলতা নিয়ে আছে বেশি প্রশ্ন।
প্রতিপক্ষের মাটিতে দ্বিতীয়বার টেস্ট সিরিজ জিততে টাইগাররা সময় নিয়েছে দীর্ঘ এক যুগ। তাও আরেক খর্বশক্তির জিম্বাবুয়ের সাথে। ২০২১ সালে। দুই যুগ পর অবশেষে পূর্ণশক্তির কোন দলের সাথে সিরিজ জয়ের স্বাদ পেলো বাংলাদেশ। তাও পাকিস্তানের মাটিতে। ৭৯ বছরের ইতিহাসে যারা এর আগে ঘরের মাটিতে হোয়াটাইওয়াশ হয়েছে মাত্র তিনবার। অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা-ইংল্যান্ডের পর সেই তালিকায় যোগ হলো টিম টাইগার্স।
তবে টেস্টের সার্বিক পরিসংখ্যানে এখনও বেশ পিছিয়ে বাংলাদেশ। ১৪৪ ম্যাচে জয় মাত্র ২১টি। যার ১৬টি এসেছে গেলো এক দশকে। শেষ দুই বছরে সংখ্যাটা ৫। অ্যাওয়ে টেস্টের পরিসংখ্যানও নাজুক বাংলাদেশের। ৬৭ ম্যাচে জয় ৮টি। পরাজয় ৫৫।
সিরিজের হিসাবে এটি বাংলাদেশের নবম জয়। ভিন্ন ৫ প্রতিপক্ষের সাথে। সবচেয়ে বেশি পাঁচবারই ছিলো এক ম্যাচের সিরিজ। সবচেয়ে বেশি চারবার হারিয়েছে জিম্বাবুয়েকে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।