ঢাকাMonday , 9 June 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

১২টি স্থানে বড় পর্দায় দেখা যাবে বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ

BDKL DESK
June 9, 2025 10:20 pm
Link Copied!

বাংলাদেশের ফুটবলে নতুন দিনের স্বপ্ন দেখছেন ফুটবলপ্রেমীরা। হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম এবং সামিত সোমদের মতো প্রবাসী তারকা ফুটবলারদের হাত ধরে হারানো ঐতিহ্য ফিরে পেতে মুখিয়ে আছেন সমর্থকরা। দাপট দেখিয়ে ভুটানকে হারিয়ে কয়েকদিন আগে তার আগাম বার্তা দিয়ে দিয়েছে হাভিয়ের ক্যাবরেরার দল।

তবে বাংলাদেশের জার্সিতে হামজা-ফাহমিদুলদের সবচেয়ে বড় পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামীকাল (১০ জুন) থেকে। এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে এদিন সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টে বাংলাদেশের জায়গা করে নেয়ার ক্ষেত্রে এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ জামাল ভূঁইয়ার দলের জন্য।

জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচটিকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে পাহাড়সম উত্তেজনা বিরাজ করছে। টিকিটের জন্য সমর্থকদের হাহাকার দেখে সেটা অনেকটাই আন্দাজ করা গেছে। অনলাইনে টিকিট বিক্রি শুরুর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায় সব টিকিট। আর তাই অনেক সমর্থকই ইচ্ছা থাকলেও দেশের ফুটবলের এই জোয়ারের অংশ হতে পারছেন না।

মাঠে খেলা দেখার সুযোগ না পাওয়া ক্রীড়ামোদী সমর্থকদের জন্য এবার ভিন্ন উপায়ে উদযাপনের সুযোগ নিয়ে এসেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক। ঢাকা-১৬ আসনের অর্থাৎ রূপনগর ও পল্লবী থানার জনগণের জন্য ১২টি স্থানে বড় পর্দায় খেলা সরাসরি সম্প্রচারের আয়োজন করছেন তিনি।

বড় পর্দায় খেলা দেখার স্থানসমূহ:
ঘরোয়া মোড়, দুয়ারীপাড়া মোড়, দোরেন মোড়, টি-ব্লক মোড়, পার্ক কলোনী মোড়, মধ্য রাস্তা মোড় (সেকশন-৭, উত্তর সাইড), শহীদ আসিফ চত্তর (ধানসিড়ি স্কুল মোড়), মুসলিম বাজার ঈদগাহ মাঠ, শহীদ জিয়া মহিলা কলেজ–ই ব্লক মোড়, লালমাটিয়া স্ট্যান্ড (বাওনিয়াবাদ, মিরপুর-১১ মোড়), আলুবদি পুরাতন স্ট্যান্ড, আমতলা, বায়তুল আমান জামে মসজিদ (১১/সি, পল্লবী)।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।