ঢাকাWednesday , 24 January 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

১০০ কোটি চায় বাফুফে

Sahab Uddin
January 24, 2024 10:22 pm
Link Copied!

গতকাল সাতটি ফেডারেশন ও একটি সংস্থা নতুন ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে মত বিনিময়ে বসেছিল। সেই সভায় ফেডারেশনগুলো পাপনের অনুমানের মাত্র পাঁচ ভাগের একভাগ আর্থিক সাহায্য চেয়েছিল। আজ ফুটবল ফেডারেশন অবশ্য বেশ বড় অঙ্কের দাবি জানিয়েছে ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ অভিভাবকের কাছে।

ফুটবল ফেডারেশনের আর্থিক সাহায্যের পরিমাণটি বেশ স্বাভাবিকই দেখছেন নতুন মন্ত্রী নাজমুল হাসান পাপন, ‘ফুটবলের ব্যাপ্তি অত্যন্ত বেশি। দেশি-বিদেশে খেলায় অংশগ্রহণে নানা ব্যয় ফলে তাদের বাজেটের চাহিদাও বেশি থাকবে স্বাভাবিক।’

বাফুফে কর্মকর্তারা আজ নতুন মন্ত্রীর সঙ্গে সাক্ষাতে স্টেডিয়াম সংকটের পাশাপাশি সীডমানির (স্থায়ী আমানত) বিষয়টিও উত্থাপন করেছেন। স্থায়ী আমানতের সুদ দিয়ে ফুটবল ফেডারেশন বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করবে। ফুটবল ফেডারেশনের সীড মানি নিয়ে এখনই ভাবছেন না ক্রীড়ামন্ত্রী, ‘এখনই ১০০ কোটি সীড মানি নিয়ে ভাবছি না। এটা নিয়ে মন্ত্রণালয়-সরকারের সঙ্গে বসতে হবে। তাদের রাজি করানো যাবে কি না জানি না।’ ক্রীড়ামন্ত্রী সীড মানির চেয়ে ফুটবলের বর্তমান সংকট নিরসনকে বেশি প্রাধান্য দিয়েছেন, ‘আপাতত সামনে যে খেলাগুলো রয়েছে সেগুলো স্পন্সর করা। অবকাঠামো সমস্যা রয়েছে সেগুলো সমাধান করার দিকেই নজর বেশি।’

জাহিদ আহসান রাসেল যুব ও ক্রীড়ামন্ত্রী থাকাবস্থায় ফুটবল ফেডারেশনকে ২০ কোটি টাকা সীডমানি দিয়েছিল। শর্ত ছিল স্থায়ী আমানতের সুদ দিয়ে বাফুফে চলবে। সেই টাকা বাফুফে রাখতে পারেনি বলে জানা গেছে। এই প্রসঙ্গে নতুন যুব ও ক্রীড়ামন্ত্রী বলেন,‘সীড মানির ব্যাপারটা আমি যতটুকু জানি- পুরোপুরি সঠিক কিনা জানি না। কোভিডের সময় নানা সমস্যায় তারা সেই টাকা খরচ করে ফেলেছে। সীড মানি নেই।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।