চট্টগ্রামে টানা তিন টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মঙ্গলবার চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৯ রানে হারিয়েছে টাইগাররা।
ব্যাট হাতে হৃদয়-জাকের আলিদের পর বোলিংয়ে রিশাদ-সাইফউদ্দিনরা বাংলাদেশের জয় নিশ্চিত করেছেন।
তবে দলের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট হলেও বোলিংয়ে কিছুটা আক্ষেপ ঝরেছে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন তাওহিদ হৃদয়, এছাড়া জাকের আলি অনিক করেন ৪৪ রান।
ম্যাচ জয়ের পর অফিসিয়াল ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, সবাই যেভাবে পারফর্ম করেছে তাতে খুশি। তারা সবাই নিজেদের প্রমাণ করেছে, বিশেষ করে হৃদয় এবং জাকের আলি।
বোলিংয়ে শেষদিকে পরিকল্পনা বাস্তবায়ন হয়নি বলেও আক্ষেপ করেছেন শান্ত। তিনি বলেন, আমাদের প্রয়োজন ছিল পরিকল্পনা বাস্তবায়ন করার, তবে শেষ ৫ ওভারে আমরা ভালো বোলিং করতে পারিনি। আমাদের এ জায়গায় উন্নতি করতে হবে। পরের ম্যাচে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসার চেষ্টা করব।
চট্টগ্রাম পর্ব শেষ, এবার বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ গড়াবে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে। আগামী ১০ ও ১২ মে শেষ দুটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুদল। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলতে টাইগাররা দেশটিতে উড়াল দেবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।