জাতীয় ক্রিকেট লিগে বাজিমাত করেছেন ঢাকার পেসার সুমন খান। হ্যাটট্রিকসহ তুলে নিয়েছেন ৭ উইকেট। তার বোলিং তোপে প্রথম ইনিংসে মাত্র ৪২ রানেই অল আউট রাজশাহী।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শনিবার (২৩ নভেম্বর) জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ও রাজশাহী বিভাগ। এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে রাজশাহী। রানের খাতা খোলার আগেই সুমনের তোপে সাজঘরে ফেরেন দুই ব্যাটার।
ইনিংস শুরুর দ্বিতীয় বলেই সুমনের বলে ক্যাচ তুলে দেন তানজিদ হাসান তামিম। ক্রিজ নেমে এক বল মোকাবিলা করতেই পরের বলে কট বিহাইন্ড হন রহমতউল্লাহ আলী। এরপর কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন সাব্বির হোসেন ও মিজানুর রহমান। কিন্তু নবম ওভারে আক্রমণে এসে ফের জোড়া ধাক্কা দেন সুমন। তার গতি আর সুইংয়ে পরাস্ত হয়ে দুই বলের ব্যবধানে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন সাব্বির (১০) ও প্রীতম কুমার (০)।
রাজশাহীর প্রথম চার ব্যাটারকে ফেরানো সুমনের সঙ্গে এবার উইকেট তোলায় মিশনে যোগ দেন এনামুল হক, রিপন মণ্ডল। এসএম মেহেরব হোসেন ১৮, মিজানুর ৮ আর শাখির হোসেন শুভ্র ৩ রান করে আউট হন। এরপর ২১তম ওভারে আক্রমণে এসে বাজিমাত করেন সুমন। পরপর দুই বলে সানজামুল ইসলাম ও মোহর শেখকে কট বিহাইন্ডের ফাঁদে ফেলার পর তৃতীয় বলে আসাদুজ্জামান পায়েলকে আউট করেন লেগ বিফোরের ফাঁদে ফেলে। তাতে হ্যাটট্রিক তুলে নেন তিনি।
এমন বোলিংয়ের দিনে ৭.৫ ওভারে ১৮ রান খরচায় ৭ উইকেট নিয়েছেন তিনি। আগের রাউন্ডে খুলনার বিপক্ষে প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন এই পেসার। সুমনের বোলিং তোপে নিজেদের প্রথম ইনিংসে ২০.৫ ওভার মোকাবিলা করে ৪২ রান তুলতে সক্ষম হয় রাজশাহী।
জবাব দিতে নেমে ইতোমধ্যে লিড পেয়েছে ঢাকা। যদিও দুই ওপেনারের পর বাকিদের ব্যর্থতায় তারাও কিছুটা চাপে আছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ঢাকার সংগ্রহ ১৩৪ রান। ওপেনার জিসান আলম ৪৪ আর রনি তালুকদার ৪০ রান করে আউট হয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।