এক ম্যাচ সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। এখন হোয়াইটওয়াশের শঙ্কায় টাইগাররা। ধবলধোলাই এড়ানোর লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ। শনিবার (২৫ মে) হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সিরিজের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ৫ উইকেটে হারে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে ৬ রানে হেরে এক ম্যাচ আগেই সিরিজ হাতছাড়া করে টাইগাররা। তাই হোয়াইটওয়াশ এড়াতে জয়ের বিকল্প নেই শান্ত-সাকিবদের সামনে।
গের ম্যাচের একাদশ থেকে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন লিটন দাস। উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিকের জায়গায় ফিরেছেন তিনি। এছাড়া পেসার শরিফুল ইসলামের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন আরেক পেসার হাসান মাহমুদ।
অন্যদিকে সিরিজ নিশ্চিত হওয়াই একাদশে চার পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র। একাদশে এসেছেন শায়ান জাহাঙ্গীর, নস্টুশ কেনজিগে, মিলিন্দ কুমার এবং নিসর্গ প্যাটেল। আর বাদ পড়েছেন মোনাঙ্ক প্যাটেল, স্টিভেন টেইলর, হরমিত সিং এবং আলি খান।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
যুক্তরাষ্ট্র একাদশ: অ্যান্ড্রিস গাউস, অ্যারন জোন্স, নীতিশ কুমার, কোরি অ্যান্ডারসন, শায়ান জাহাঙ্গীর, নস্টুশ কেনজিগে, মিলিন্দ কুমার, নিসর্গ প্যাটেল, জসদীপ সিং, শ্যাডলি ভ্যান শাল্কউইক ও সৌরভ নেত্রাভ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।