আফগানিস্তানকে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশের কৃতিত্ব পুরো দলকে দিলেন অধিনায়ক জাকের আলী অনিক। জানালেন সবার সমন্বিত চেষ্টায় এসেছে এ ফলাফল। লক্ষ্য এখন ৮ অক্টোবর থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজে।
নির্বাচনের উত্তাপে উত্তাল ক্রিকেট পাড়া। এরমাঝেই বিদেশের মাটিতে প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের আনন্দ। দাপুটে পারফরম্যান্সে টাইগারদের সামনে টিকতেই পারেননি রশিদ, নবিরা। সাইফ হাসানসহ দুয়েকজন ছাড়া ব্যাটারদের পারফরম্যান্স এ সিরিজেও ছিল ব্যর্থতায় ভরা। সিরিজ জয়ের তৃপ্তি নিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে পুরো দলকেই কৃতিত্ব দিলেন অধিনায়ক জাকের আলী অনিক।
জাকের বলেন, ‘আমি ম্যাচ জিতাইনি। সবার ইফোর্টে খেলা জিতেছি। এখানে আসলে আমার ক্রেডিট নেয়ার কিছু নাই। আমাকে দায়িত্ব দেয়া হয়েছে, সেটা আমি সুন্দরভাবে করার চেষ্টা করেছি।’
সিরিজ জিতলেও এশিয়া কাপের পর টি-২০ সিরিজেও ব্যর্থ ছিলেন জাকের। তার অধিনায়কত্ব নিয়েও উঠেছে নানা প্রশ্ন। কিপিং এও আলো ছড়াতে পারেননি। তবে, নিজের পারফরম্যান্সের বিষয়ে মুখে কুলুপ আটেন জাকের। জানালেন ওয়ানডে সিরিজ জিততে মুখিয়ে আছেন তিনি।
জাকের বলেন, ‘এই সিরিজটা আমাদের আরও আত্মবিশ্বাস দেবে। আমাদের লক্ষ্য সামনের দিকে (ওয়ানডে সিরিজ)। নিজেদের শক্তিকে কাজে লাগানোর চেষ্টা করব।… ওয়ার্ল্ডকাপের (টি-২০ বিশ্বকাপ) আগে এই ম্যাচগুলো খুবই ভালো প্রস্তুতি। কোচিং স্টাফরাও ওইরকমভাবে আগাচ্ছেন। ওয়ার্ল্ডকাপের আগে আরও ৬টা টি-২০ ম্যাচ আছে। ওইরকমভাবেই পরিকল্পনা সাজানো হচ্ছে, কীভাবে প্লেয়াররা রেডি হতে পারে, কীভাবে সবাই নিজের পারফরম্যান্সটা পেতে পারে।’
আফগানিস্তানের বিপক্ষে আগামী ৮ অক্টোবর থেকে আবু ধাবিতে শুরু হবে তিন ম্যাচটের ওয়ানডে সিরিজ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।

