আবু ধাবির টি-টেন লিগের শুরুটা ভালো হলো না সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্সের। নিজেদের প্রথম ম্যাচে মরিসভিলে স্যাম্প আর্মির বিপক্ষে শেষ ওভারে হেরে গেছে দলটি।
বাংলা টাইগার্সের দেওয়া ১০৭ রানের লক্ষ্য তাড়ায় শেষ ওভারে মরিসভিলের দরকার ছিল ১২ রান। জ্যাক টেইলরের প্রথম বলেই ছক্কা হাঁকান ডেভিড পেইনে। দ্বিতীয় বলে দৌড়ে এক রান নিলে ৪ বলে দরকার ছিল ৫ রানের। তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে মরসিভিলের জয় নিশ্চিত করেন করিম জানাত।
এই ম্যাচে ২টি উইকেট শিকার করেন সাকিব। ইনিংসে চতুর্থ ওভারে বোলিংয়ে এসেই তুলে নেন ফাফ ডুপ্লেসির গুরুত্বপূর্ণ উইকেট। ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে কৌশলী সাকিব মরিসভিলের অধিনায়ক রোহান মোস্তুফা স্টাম্পডকে করতে উইকেটরক্ষক মোহাম্মদ শেহজাদকে সুযোগ করে দেন। সুযোগ হাতছাড়া করেননি শেহজাদও।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।