ঢাকাTuesday , 11 June 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

হৃদয়ের আউট নিয়ে প্রশ্ন তুললেন রমিজ রাজা

Sahab Uddin
June 11, 2024 6:30 pm
Link Copied!

শ্রীলঙ্কার বিপক্ষে তাওহিদ হৃদয়ের ভয়ডরহীন ব্যাটিংয়ের কারণেই বাংলাদেশ দুর্দান্ত জয় পেয়েছিল। গতকাল সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও বাংলাদেশকে দারুণ জয় এনে দেওয়ার লক্ষ্যে ব্যাট করছিলেন ডানহাতি এই ব্যাটার। কিন্ত আম্পায়ারের একটি সিদ্ধান্তই সব কিছু এলোমেলো করে দিয়েছে। বাংলাদেশকে হারিয়ে দিয়েছে বললেও ভুল হবে না।

বেপরোয়া নাবিকের মতো বাংলাদেশের জাহাজকে জয়ের বন্দরের দিকে নিয়ে যাচ্ছিলেন হৃদয়। ১৭ ওভারের খেলা শেষে বাংলাদেশের বোর্ডে তখন ৯৪ রান। ১৮তম ওভারে বল হাতে আসলেন কাগিসো রাবাদা। প্রোটিয়া পেসারের ছোড়া প্রথম বলটি গিয়ে লাগে হৃদয়ের সামনের পায়ের প্যাডে। আবেদনের সঙ্গে আঙুল তুলে দেন আম্পায়ার।

প্রথম দর্শনেই বলটিতে লেগসাইডে দেখা যায়। হৃদয় রিভিউ নিলে ডিআরএসে দেখা যায়, বলটি লেগস্টাম্প সামান্য স্পর্শ করেছে। তাও আবার ওপরের কোণায়। আম্পায়ার্স কল হওয়ার কারণে শেষ পর্যন্ত রিভিউ পক্ষে এলো না হৃদয়ের।

হৃদয়ের এই আউট নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা। টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম এই ধারাভাষ্যকার মনে করেন, আম্পায়ার এই আউটের সিদ্ধান্ত না নিলেও পারতেন।

রমিজ রাজা বলেন, ‘দক্ষিণ আফ্রিকার জন্য আনন্দের এবং বাংলাদেশের জন্য হতাশার মুহূর্ত ছিল হৃদয়ের আউট হয়ে যাওয়া। সে দারুণ ব্যাট করছিল। সে সহজাত প্রতিভাও বটে। ভয়ডরহীন ক্রিকেট খেলে। কিন্তু রাবাদার বলে তাকে এমন একটি আউট দিয়েছে আম্পায়ার, যেটি না দিলেও পারতো। ওই আউট নাও হতে পারতো। সেটা ছিল আম্পায়ার্স কল এবং বল লেগেছে অনেক ওপরে। এরপর লেগ সাইড দিয়ে বল চলেও যাচ্ছিল।

‘মনে হচ্ছে, ভাগ্যও বাংলাদেশের পক্ষে ছিল না। আম্পায়ার যদি হৃদয়ের আউট না দিতেন; কারণ, সেটা আউট না হওয়ার সম্ভাবনাই বেশি মনে হচ্ছিল। তবে এই ম্যাচ বাংলাদেশ জিততেও পারতো। এমন সময়ই রাবাদা একটি দারুণ ব্রেক থ্রু এনে দিয়েছে। ফলে হৃদয় আউট হয়েছে এবং শেষ পর্যন্ত ম্যাচটা বাংলাদেশের হাত থেকে বেরিয়ে গেছে’-যোগ করেন রমিজ রাজা।

রমিজ রাজা মনে করেন, হৃদয়ের আউট হওয়ার পরও ম্যাচটি বাংলাদেশের জেতা উচিত ছিল। তারা দক্ষিণ আফ্রিকার ভুলের সুযোগটি কাজে লাগাতে পারেনি। ম্যাচ শেষ পর্যন্ত না নিয়ে আগেই জেতা উচিত ছিল বলে জানান পিসিবির সাবেক এই প্রেসিডেন্ট।

রমিজ রাজা বলেন, ‘মানছি, দক্ষিণ আফ্রিকার বোলিং লাইনআপ অনেক দারুণ। কিন্তু তারা তো পরিস্থিতি বুঝতে ভুল করেই ফেলেছিল। তারা ব্যাটিং ঠিক করেনি। এরপর বোলিংয়ে শেষ ওভার স্পিনারকে দিয়ে করিয়েছে। কিন্তু এক দুই ফুটের দূরত্বে থেকে ম্যাচটা বাংলাদেশের হাত ফসকে গেছে। মাহমুদউল্লাহ ছক্কা মারার চেষ্টা করেছিল। কিন্তু অল্পের জন্য সেটা হয়নি। ২ বলে ৬ রান প্রয়োজন ছিল, মাহমুদউল্লাহ ছক্কা মারতে চেয়েছিল কিন্তু সে আউট হয়ে গেল। এটাই আসলে পার্থক্য। ম্যাচটা আগেই জেতা উচিত ছিল।’

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।