ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে চোটের জন্য মাঠে ফিরতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। এবার উইন্ডিইজদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও হৃদয়কে পাওয়া যাবে না।
জানা যায়, কুঁচকির চোট থেকে সেরে উঠতে আরও সময় লাগবে হৃদয়ের। বিসিবি নির্বাচকদের তাই হৃদয়কে ছাড়া দল গঠন করতে হচ্ছে। জাতীয় লিগে ফুটবল খেলতে গিয়ে কুঁচকিতে চোট পেয়েছিলেন হৃদয়। সার্জনের পরামর্শ অনুযায়ী এখন পুরোপুরি বিশ্রামে রয়েছেন তিনি। বাংলাদেশের এই তরুণ ব্যাটারের বিকল্প খুঁজতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।
হৃদয়ের মতো শান্তও ওয়ানডে সিরিজে ছিলেন না। তবে পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে ছিলেন এত দিন। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট, ওয়ানডে দুটি সিরিজই তিনি মিস করছেন।
জানা যায়, আজ ফিটনেস পরীক্ষা দেবেন শান্ত। সেখানে পাস করলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকার সম্ভাবনা তাঁর রয়েছে।
ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে ১৬ ডিসেম্বর সেন্ট ভিনসেন্টে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে টাইগাররা। এরপর সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ১৮ ও ২০ ডিসেম্বর খেলবে লিটন-তাসকিনরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।