ঢাকাSunday , 24 September 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

হৃদয়কে দলে পেয়ে রোমাঞ্চিত নাফিসা

Sahab Uddin
September 24, 2023 10:24 pm
Link Copied!

আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই সাড়া ফেলেছেন তৌহিদ হৃদয়। ঘরোয়া কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নিয়মিত এই মিডল অর্ডার ব্যাটার। সাম্প্রতিক সময়েও রানের মধ্যেই আছেন। ইনফর্ম এই ব্যাটারকে দলে ভেড়াতে পেরে উচ্ছ্বসিত কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বিপিএলের এবারের আসরের ড্রাফট শেষে নাফিসা কামাল বলেন, ‘দলটা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। যেহেতু ড্রাফটের আগে আমরা কিছুটা কাজ করতে পেরেছি বিদেশি ক্রিকেটারদের নিয়ে। আমাদের পছন্দ এবং তৃপ্তি অনুযায়ী আমরা অনেক খেলোয়াড় নিতে পেরেছি। বেশিরভাগই পুরোনো খেলোয়াড়, হাতেগোনা এক-দুইজন নতুন আসবে যেমন ইফতিখার, জামান খান। বাকি সবাই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনেক পুরোনো খেলোয়াড়, তারা তাদের পরিবারে ফিরছে।’

‘নতুন খেলোয়াড় যাদেরকে নিয়ে দল করেছি যেমন, তাওহীদ হৃদয়কে নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। আমাদের যেটা সংস্কৃতি বিদেশিরা অভিজ্ঞ হয় অনেক, অভিজ্ঞ টি-টোয়েন্টি খেলোয়াড় আর স্থানীয়রা তরুণ, চ্যালেঞ্জিং, নতুন খেলোয়াড়। ওই কম্বিনেশনটা আমাদের জন্য কাজ করে।’-যোগ করেন নাফিসা।

এবারের আসরে চ্যাম্পিয়নের স্বপ্ন নিয়ে মাঠে নামবে কিনা কুমিল্লা, এমন প্রশ্নের জবাবে ফ্র্যাঞ্চাইজিটির মালিক বলেন, ‘আমাদের দেখে কি মনে হয় অন্য কোন প্রত্যাশা থাকতে পারে কখনও? এখন থেকেই চিন্তা করছি কখন আপনাদের সঙ্গে দেখা হবে মাঠে ফাইনালের দিন ট্রফি নিয়ে, ইনশাআল্লাহ।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।