তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় আগামীকাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের সবক’টি ম্যাচই অনুষ্ঠিত হবে হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে। কিন্তু ঝড়ের কারণে বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র সিরিজ শুরু নিয়ে জেগেছিল শঙ্কা। তবে বাধা এখন আর নেই। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সময়েই মাঠে গড়াবে সিরিজটি। সেই লক্ষ্যে রোববার (১৯ মে) স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) অনুশীলন করে বাংলাদেশ।
হিউস্টনের প্রেইরিভিউ ক্রিকেট কমপ্লেক্সে শান্তরা শুরুতে ওয়ার্ম আপ ও ফুটবল খেলে নিজেদের ঝালিয়ে নেন। সাকিব আল হাসানসহ দলের সব সদস্যরাই এদিন ছিলেন অনুশীলনে। ক্রিকেটের কোনো সংস্করণেই এখনও মুখোমুখি হয়নি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এই সিরিজ খেলবে শান্তরা। জিম্বাবুয়ে সিরিজের ধারাবাহিকতা এই সিরিজেও ধরে রাখতে মরিয়া ক্রিকেটাররা।
মঙ্গলবার (২১ মে) থেকে শুরু হবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের তিন ম্যাচের সিরিজ। বাকি দুটি ম্যাচ হবে ২৩ ও ২৫ মে। প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে সবগুলো ম্যাচ হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়। সিরিজ শেষে ২৮ মে যুক্তরাষ্ট্রের বিপক্ষেই আইসিসি কর্তৃক নির্ধারিত ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে বাংলাদেশ। ১ জুন ভারতের বিপক্ষে হবে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ।
বিশ্বকাপের লড়াই শুরুর আগে সবমিলিয়ে বাংলাদেশ নিজেদের প্রস্তুতির জন্য পাচ্ছে ৫টি ম্যাচ। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে শান্তদের বিশ্বকাপ। বাকি তিন ম্যাচের প্রতিপক্ষ হলো- দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। প্রথম দুটি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে বাকি দুটি ওয়েস্ট ইন্ডিজে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।