ঢাকাWednesday , 21 August 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

হাসানের পর শরিফুলের জোড়া আঘাত, ব্যাকফুটে পাকিস্তান

Sahab Uddin
August 21, 2024 4:49 pm
Link Copied!

বৃষ্টি এবং আউটফিল্ড ভেজা থাকায় নির্ধারিত সময়ের সাড়ে ৪ ঘণ্টা পর মাঠে গড়ায় রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্টের প্রথমদিন। টস জিতে ফিল্ডিংয়ে নেমে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। ৩.৩ ওভারের সময় পেসার হাসান মাহমুদের বলে স্লিপে আব্দুল্লাহ শফিকের উড়ন্ত ক্যাচ ধরেন জাকির হাসান। যা অবিশ্বাস্যই লাগছিল। এরপরই পাকিস্তান ইনিংসে জোড়া আঘাত হানেন পেসার শরিফুল ইসলাম। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১২ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৩৫ রান। ক্রিকেট আছেন সাইম আইয়ুব (১৬) ও সৌদ শাকিল (৬) রানে।
বুধবার (২১ আগস্ট) রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ৩টায়। ম্যাচটি দেখাবে গাজী টিভি ও এ স্পোর্টস। এর আগে সকাল সাড়ে ১০টায় টস ও ১১টায় ম্যাচ শুরুর কথা থাকলেও সকালে বৃষ্টি হওয়ায় আউটফিল্ড ভেজা থাকায় তা সম্ভব হয়নি।
এর আগে ফিল্ডিংয়ে নেমে পিন্ডির উইকেটে শুরু থেকে ভালোই সুই পাচ্ছিলেন টাইগার পেসাররা। পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ শফিক এবং সায়ুম আইয়ুবও দেখেশুনেই এগুচ্ছিলেন। কিন্তু চতুর্থ ওভারের তৃতীয় বলে স্লিপে জাকির হাসানের অবিশ্বাস্য এক ক্যাচে ধরা পড়েন শফিক। হাসানের করা বলটি শফিকের ব্যাটের কানায় লেগে চলে যায়, স্লিপে থাকা জাকির দুর্দান্ত ড্রাইভে তা মুঠোবন্দী করেন।
এরপর ইনিংসের সপ্তম ওভারে এসে পুনরায় পাকিস্তানকে বিপদে ফেলেন পেসার শরিফুল। তার করা ডেলিভারিটি ব্যাটে লেগে চলে যায় উইকেটরক্ষক লিটনের কাছে। আম্পায়ার আউট না দেয়ায় রিভিউ নিলে টিভি আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন, ৬ রান করে সাজঘরে ফিরেন স্বাগতিকদের অধিনায়ক শান মাসুদ।
এর এক ওভার পরেই ফের উইকেটের দেখা পান শরিফুল। টাইগার এই পেসারের বলে বাবরের করা ফ্লিক উইকেটরক্ষক লিটন দাস বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে গ্লাভস বন্দী করেন। এতে করে কোনো রান না করেই ফিরতে হয় বাবরকে।
বাংলাদেশ তাদের স্কোয়াড সাজিয়েছে ৩ পেসার ও ২ স্পিনারকে দিয়ে। পেস অ্যাটাকে রয়েছে শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা। অন্যদিকে স্পিনের দায়িত্বে রয়েছেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।
চোটে পড়া ওপেনার মাহমুদুল হাসানের জায়গায় ফিরেছেন সাদমান ইসলাম। ২০২২ সালের মার্চে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাঁহাতি এই ওপেনার সর্বশেষ টেস্ট খেলেছেন। বোলারদের মধ্যে বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদ। তার জায়গায় নেয়া হয়েছে তরুণ পেসার নাহিদ রানাকে।
বাংলাদেশ একাদশ
জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ
আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আঘা, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররম শাহজাদ ও মোহাম্মদ আলী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।