আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় জানিয়ে দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার এখনও ঘরোয়া লিগগুলোতে নিয়মিত খেলে যাচ্ছেন। কিছুদিন আগে ইনজুরিতে পড়ায় অবশ্য মাঠের বাইরেই আছেন রিয়াদ। আর এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
সবশেষ এনসিএল টি-টোয়েন্টিতে দুই ম্যাচ খেলার পরই ইনজুরিতে পড়েছিলেন মাহমুদউল্লাহ। যে কারণে এরপর আর কোনো ম্যাচ খেলতে পারেননি। তবে চোট কাটিয়ে ফেরার পথেই ছিলেন। নিয়মিত রিহ্যাভ সেশন করছিলেন তিনি। এরই মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডার।
গত চারদিন ধরে অসুস্থ মাহমুদউল্লাহ রিয়াদ। শুরুতে জ্বরে ভুগলেও পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিনি। পরে হাসপাতালে ভর্তি হন রিয়াদ। এখন তার শারীরিক অবস্থার আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে। আগামী ২-১ দিনের মধ্যেই বাড়িতে ফিরতে পারবেন সাবেক এই ক্রিকেটার।
এদিকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা রিয়াদের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন তার স্ত্রী জান্নাতুল কাওসার। পোস্টে তিনি লিখেছেন, ‘আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন!’
সকলের কাছে দোয়া চেয়ে তিনি আরও লিখেছেন, ‘সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ ভীষণ দয়ালু। তার (রিয়াদ) জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা বারিক লাহু।’
উল্লেখ্য, ৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহ চলতি বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আঈসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে শেষবার জাতীয় দলের জার্সিতে খেলেছেন। আগেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলা এই সাবেক অধিনায়ক এই টুর্নামেন্ট দিয়ে ওয়ানডে ফরম্যাটকেও বিদায় জানান। সবকিছু ঠিক থাকলে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দেখা যেতে পারে তাকে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।

