ঢাকাThursday , 27 March 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

হাসপাতালে ধূমপান করতে চাইছেন তামিম ইকবাল, চিকিৎসকের ‘না’

BDKL DESK
March 27, 2025 10:09 pm
Link Copied!

তামিম ইকবাল হার্ট অ্যাটাকের ধাক্কা সামলে কবে বাসায় ফিরবেন আর কবেই বা মাঠে ফিরতে পারবেন তা এখন বড় প্রশ্ন। এর আগে গত ২৪ মার্চ বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে দুবার হার্ট অ্যাটাক হয় তামিমের। ভেন্যুর পাশে অবস্থিত কেপিজে হাসপাতালেই তার হার্টে রিং পরানো হয়। চিকিৎসকদের মতে, স্বাভাবিক জীবনে ফিরতে আরও ৩ মাসের মতো সময় লাগবে তামিমের। কেপিজে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে পরিবারের চাওয়াতে এভায়ারকেয়ারে নিয়ে আসা হয় তাকে।

সেখান এসে বেশ অনেকটাই সুস্থতার দিকে যাচ্ছেন দেশ সেরা এই ওপেনার। আগের চেয়ে ভালো হলেও তামিমের ঝুঁকিটা এখনো রয়েই গেছে বলে মনে করছেন এভারকেয়ার হাসপাতালের এক চিকিৎসক। তবে হার্ট অ্যাটাকের ধকল কাটিয়ে সুস্থতার দিক গেলেও পুরোনো অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারেননি তামিম ইকবাল। আজ চিকিৎসক জানিয়েছেন, ধূমপানের জন্য অনুমতি চাইছেন তিনি। তবে তার এ অভ্যাস তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সে কারণে তাকে তা করতে দিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালে আজ সাংবাদিকদের ডা. শাহাবুদ্দিন বলেছেন, ‘এখন যেটা হবে, সেটা হলো রিহ্যাবিলিটেশন। রিস্ক ফ্যাক্টর মিটিগেশন, ওর যে রিস্কগুলো আছে। হি ইজ আ স্মোকার। হি হ্যাভ টু কুইট স্মোকিং। আর ওবেসিটি কন্ট্রোল করতে হবে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ধূমপান হঠাৎ করে ছাড়তে পারবে না। সে বলছিল ভেপের কথা। আমি বলেছি, ভেপও নিতে পারবে না। ভেপে ক্যানসারের ঝুঁকি থাকে। তারপর সে বুঝল।

তিনি আরও বলেন, ‘আমরা সিগারেট খাওয়ার অনুমতি দিচ্ছি না। …, তামিম প্রথমে তো ও বলেছিল আমি ছাড়তেই পারব না। ‘পরে বললো আস্তে আস্তে ছাড়বো, ভেপ নেবো। আমি বললাম না, ভেপও নিতে পারবে না। ভেপে ক্যান্সারের ঝুঁকি থাকে। তারপর আজকে সকালে সে বুঝলো, আমি বললাম যে ঠিক আছে, নিকোটিন প্যাচ বা নিকোটিন গাম আমরা দিই, হি এক্সেপ্ট ইট। এবং সে সিগারেট খাইতে চাচ্ছে, কিন্তু আমরা এলাউ করতেছি না। কারণ এই সিগারেট খাইলে আবার উনার যে সমস্যাটা হইছিল, ভিটিপি; আবার হতে পারে।’

শঙ্কা কেটেছে, তবে তামিমের পরিপূর্ণ সুস্থ হয়ে ফিরতে এখনো সময় লাগবে। তাঁর চাচা আকরাম বলেছেন তামিমকে দেশের বাইরে নেওয়ার চিন্তা আছে তাঁদের, ‘আগামী দু-তিন দিন যদি অবস্থা স্থিতিশীল থাকে, তাহলে তাকে বাসায় নেওয়া হবে। পাশাপাশি পরবর্তী পর্যায়ে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার পরিকল্পনাও আছে।’

সংবাদ ব্রিফিংয়ে ছিলেন এভারকেয়ার হাসপাতালের মেডিক্যাল সার্ভিসেস ডিরেক্টর আরিফ মাহমুদও। তিনি জানান তামিম শিগগিরই বাসায় ফিরতে পারবেন। তিনি বলেন, ‘তামিম ভালো আছেন, সুস্থ আছেন, খাওয়া দাওয়া করছেন। আজকে স্যার দেখার পর সিসিইউ থেকে তাকে রুমে পাঠিয়ে দেওয়া হবে। সেখানে এক বা দুই দিন পর্যবেক্ষণে রাখা হবে তাকে। এরপরই তিনি বাসায় যেতে পারবেন।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।