গত বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন ইয়াসির রাব্বি। এক মৌসুম পর সেই রাব্বির ঠিকানা এবার সিলেট স্ট্রাইকার্স। চলতি বিপিএলে প্রথম ম্যাচেই হেরেছে তারা। সেদিন একাদশে থাকলেও ব্যাট হাতে অবদান রাখার সুযোগ পাননি রাব্বি। দ্বিতীয় ম্যাচে আগামীকাল তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।
বিপিএল শুরুর আগেই বিয়ে করেছেন রাব্বি। বিয়ের পর অনেকের মধ্যেই পরিবর্তন আসে। মজার ছলে তার কাছে সাংবাদিকের প্রশ্ন, রাব্বির মধ্যেও কি পরিবর্তন এসেছে? জাতীয় দলে ফেরার জন্য কতটা প্রস্তুত তিনি? জবাবে তিনি বলেন, ‘এর উত্তর কিভাবে দিবো জানি না। তবে অবশ্যই চেষ্টা থাকবে নিজেকে আবার ফিরিয়ে আনার ভালো খেলে, ইনশাআল্লাহ ওটাই পরিকল্পনা। দায়িত্বটা বেড়েছে আর কি।’
গত বিপিএলে শান্ত, হৃদয়রা আলো ছড়িয়েছেন সিলেটের হয়ে। এবার রাব্বি কেমন করবেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘ওভাবে চিন্তা করছি না, চিন্তা করছি প্রসেসটা ঠিক রেখে প্রতিটা ম্যাচ বাই ম্যাচ খেলার। যদি ভালো খেলার পর সুযোগ আসে তো আলহামদুলিল্লাহ। গতবার যা হয়েছে এবার নাও হতে পারে। ওর চেয়ে ভালো কিছুও হতে পারে। আশা করছি, ভালোই হবে ইনশাআল্লাহ।’
সিলেটের ব্যাটিং লাইন আপ নিয়ে রাব্বি বলেন, ‘আমাদের ব্যাটিং লাইন আপটা প্রথম দিকে অ্যাটাকিং। শান্ত খুব ভালো ফর্মে আছে। মিথুন ভাই ভালো খেলেছে, জাকিরও মাশাআল্লাহ খুব ভালো ফর্মে আছে। শুরুর দিকে যদি আমরা একটা ভালো স্টার্ট দিতে পারি, পরে বেনি হাওয়েল আছে, বেন কাটিং আছে। মাঝখানে আমরা আছি, আল্লাহর রহমতে আমরা যদি একটা স্টার্ট করতে পারি, আমাদের বোলাদের জন্যও ভালো হবে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।