বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবার পেয়েছে প্রথমবারের মতো আনুষ্ঠানিক কিট স্পনসর। দেশীয় স্পোর্টস ব্র্যান্ড ‘দৌড়’ যুক্ত হয়েছে জাতীয় দলের কিট স্পনসর হিসেবে। বাফুফের নতুন কমিটির চার মাসের মধ্যে এ চুক্তি বাস্তবায়ন হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে প্রকাশিত হয়েছে দলের নতুন অ্যাওয়ে জার্সি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, এই জার্সির ডিজাইনে বাংলাদেশের সার্বিক পরিচয় চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। জার্সির নকশায় দেশের মানচিত্র, নদ-নদী, জাতীয় পতাকা এবং জাতীয় ফুল শাপলা অত্যন্ত অর্থবহ ও প্রতীকীভাবে সংযুক্ত করা হয়েছে।
জার্সির কেন্দ্রস্থলে নদীর রেখা বাংলাদেশের নদীবাহিত পরিচয়কে প্রতিফলিত করে, আর লালের ব্যবহার জাতীয় পতাকার উদীয়মান সূর্যকে তুলে ধরে। জার্সির হাতার ওপর শাপলা ও হিরার মোটিফটি খেলোয়াড়দের উৎসর্গ ও মূল্যবোধকে সম্মান জানায়। এর প্যাটার্নটি জ্যামিতিক ও ধারালো আকৃতিতে নকশা করা, যা আধুনিক নান্দনিকতা প্রদর্শন করে এবং খেলোয়াড়দের শক্তি ও দৃঢ়সংকল্পের প্রতীক হিসেবে কাজ করে।
জার্সির ডিজাইনার তাসমিত আফিয়াত আরনি জানিয়েছেন, পদ্মা, মেঘনা, যমুনা নদী এবং দেশের মানচিত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে এই নকশা তৈরি করা হয়েছে। বুকের বাঁ-পাশে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের লোগো এবং ডান পাশে স্পন্সর ব্র্যান্ড দৌড়ের লোগো স্থান পেয়েছে। নদী অববাহিকাকে ‘ভি’ আকৃতির নকশায় উপস্থাপন করা হয়েছে, যা বিজয়ের প্রতীক হিসেবে গণ্য করা যেতে পারে।
এই নতুন জার্সিটি বাংলাদেশ ফুটবল দলের ঐতিহ্য, দেশপ্রেম এবং ক্রীড়াবিদদের অবিচল চেতনার একটি শক্তিশালী প্রতীক হয়ে উঠেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।