ঢাকাTuesday , 3 June 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

হামজার মতো খেলোয়াড়ের বিপক্ষে খেলাটা সৌভাগ্যের: ভুটানের জাপানি কোচ

BDKL DESK
June 3, 2025 10:56 pm
Link Copied!

আগের দুটি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে চোখে চোখ রেখে খেলে ভুটান নিজেদের মাঠে একটি জিতেছে, অন্যটিতে হেরেছে। তবে এবার আগের সেই বাংলাদেশ নেই। ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরী ছাড়াও রয়েছে আরও কয়েকজন প্রবাসী ফুটবলার। কাল বুধবারের এই ফিফা প্রীতি ম্যাচে ভুটান আলাদা করে সমীহ করছে তাকে। এই মিডফিল্ডারের বিপক্ষে খেলে দারুণ অভিজ্ঞতা নিতে চাইছে ভুটান দল।

ভুটানের বিপক্ষে হামজাকে পুরো সময় রেখে আক্রমণ কৌশল সাজাবেন হাভিয়ের কাবরেরা। সেটাই বড় ভাবনা ভুটানের জাপানি কোচ আসুশি নাকামুরার জন্য। ঢাকায় দল নিয়ে আছেন কয়েকদিন ধরে। ঢাকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াও তার দলের জন্য বড় চ্যালেঞ্জ। ভুটানের কোচ নাকামুরাও আবহাওয়ার এই পরিবর্তনটাকে সামনে টেনে এনেছেন, ‘হামজা বাংলাদেশ দলের হয়ে খেলবে। এরকম একজন খেলোয়াড়ের বিপক্ষে খেলাটা সৌভাগ্যের। বাংলাদেশকে গত বছর আমরা হারিয়েছিলাম, তখন তাদের (বাংলাদেশকে) উচ্চতার জন্য ভুগতে হয়েছিল। ঢাকায় গরম আবহাওয়ার সঙ্গে আর্দ্রতা বেশি। পাশাপাশি নতুন মাঠে খেলা, সব মিলিয়ে সামগ্রিক পরিস্থিতিটা আমাদের জন্য অতটা সহজ নয়। তারপরও একটা ভালো ম্যাচ উপহার দেওয়া এবং জেতাই আমাদের লক্ষ্য।’

অধিনায়ক নিমা ওয়াংদি একবাক্যে বাংলাদেশের প্রশংসা করলেন, ‘হামজা আসায় বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার সেরা দল। তাদের বিপক্ষে ভালো ম্যাচ হবে। আমরা জিততে চাই।’

দুই দলই খেলছে এশিয়ান কাপ বাছাইয়ে। র‌্যাঙ্কিংয়েও দুই দল গা ঘেষে রয়েছে। ভুটান ১৮২তম, বাংলাদেশ তাদের পরেই- ১৮৩ নম্বরে। ঢাকার জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টার ম্যাচটি তাই জমজমাট হওয়ার ইঙ্গিত মিলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।