ঢাকাSaturday , 15 February 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

হামজার অন্তর্ভুক্তিতে বেড়েছে দলের শক্তি, ভারতকে হারাতে চান জামাল

BDKL DESK
February 15, 2025 2:58 pm
Link Copied!

হামজা চৌধুরী অন্তর্ভুক্ত হওয়ায় গত কয়েক বছরের তুলনায় এবারের স্কোয়াডকে অন্যতম সেরা হিসেবে দেখছেন জামাল ভূঁইয়া। মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে জয় তুলে নিতে চান এই ফুটবলার। জানান, যোগ্যরাই ডাক পেয়েছেন কোচ হাভিয়ের কাবরেরার প্রাথমিক দলে। এদিকে, নতুন ক্লাব ব্রাদার্সের হয়ে দীর্ঘদিন পর আবারো মাঠে ফিরতে যাচ্ছেন জামাল।
ফুটবল কিংবা ক্রিকেট, ভারতের বিপক্ষে ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা কাজ করে বাংলাদেশের সমর্থকদের মাঝে। যা ছুঁয়ে যায় খেলোয়াড়দেরও। আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। এখনো এক মাসের বেশি সময় বাকি থাকলেও সেই ম্যাচ ঘিরে রোমাঞ্চ কাজ করছে লাল-সবুজ ফুটবলার জামাল ভূঁইয়ার মাঝে।
ভারতের মাটিতে খেলা হওয়ায় বাংলাদেশের জয়ের সম্ভাবনা ফিফটি-ফিফটি দেখছেন জামাল। তবে সমর্থকদের চাওয়া অনুযায়ী ভারত থেকে জয় নিয়ে ফিরতে চান লাল সবুজ অধিনায়ক।
গণমাধ্যমকে জামাল বলেন, ‘মানুষ আমাকে বলছে, ভারতের সঙ্গে জিততে হবে। আমি এটা পার্সোনালি নিয়েছি। আমি তো ভারতের সঙ্গে হারতে চাই না, জিততে চাই। ভারতের মাটিতে খেলা। আশা করি আমরা ভালো করব। ইনশা-আল্লাহ আমরা তিন পয়েন্ট নিব। আমি মনে করি, আমাদের যে দল আছে, ভারতের সঙ্গে ফিফটি-ফিফটি লড়াই হবে।’
জাতীয় দলে হামজার সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছেন জেবিসিক্স। শেফিল্ড ইউনাইটেডের ফুটবলারের অন্তর্ভুক্তিতে এবারের স্কোয়াডকে সেরা দল হিসেবে দেখছেন তিনি। যোগ্য ফুটবলাররাই ডাক পেয়েছেন হাভিয়ের কাবরেরার প্রাথমিক দলে।
জামাল বলেন, ‘হামরা অন্তর্ভুক্তির পর এটা এখন সেরা দল। আপনারাও, আমরাও হামজার জন্য অপেক্ষা করছি। উনি অবশ্য আমাদের সঙ্গে ক্যাম্পে থাকবেন না। অনেক দেরিতে যুক্ত হবেন।’
এদিকে, দীর্ঘদিন পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্ব দিয়ে আবারো মাঠে ফিরতে যাচ্ছেন জামাল। ব্রাদার্সে যুক্ত হয়ে নিজের সেরাটা দিতে চান এই মিডফিল্ডার।
তিনি বলেন, ‘গত ১০-১৫ বছর ধরে যদি দেখেন, ব্রাদার্স লিগ টেবিলের নিচে ছিল। এবছর পাঁচ বা ছয়ে আছে। এটা ভালো পজিশন। কিন্তু আমরা চাই আরও ভালো করতে।’
বিপিএলের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার আগে আরও কয়েকজন ফুটবলার দলে ভেড়াতে চায় ব্রাদার্স। গণমাধ্যমকে ব্রাদার্সের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ আরেফ বলেন, ‘দুজন খেলোয়াড় আসতেছেন। আমরা আগে দেখব, আগেরবার দেখার সুযোগ পাইনি। স্ট্রাইক পজিশনের জন্য আমরা খেলোয়াড় নিয়ে আসতেছি।’
চলতি বিপিএলে শুরুটা দুর্দান্ত করলেও মৌসুমের মাঝপথে হোঁচট খায় ব্রাদার্স। তবে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে আবারো ঘুরে দাঁড়াতে চায় গোপীবাগের ক্লাবটি।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।