বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ মাঠে গড়ানোর আগেই চারিদিকে উৎসবের আমেজ। সামাজিক যোগাযোগমাধ্যম রীতিমতো সরগরম হয়ে উঠেছে উত্তেজনা আর সমর্থনে। মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের এই বহু প্রতীক্ষিত খেলাটি শুরু হবে। মাঠে নামার আগে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের তারকারাও জামাল-হামজাদের প্রতি তাদের শুভকামনা জানিয়েছেন।
সম্প্রতি বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার একটি ফেসবুক পোস্ট বেশ আলোড়ন সৃষ্টি করেছে। পোস্টটিতে তিনি দেশের প্রতিনিধিত্বকারী বিভিন্ন ফুটবলার, যেমন হামজা চৌধুরী, ফাহামিদুল ইসলাম, শমিত শোম, তারিক কাজী এবং কাজেম শাহের সঙ্গে একটি ছবি তুলেছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, জামাল ছবিতে এই খেলোয়াড়দের নিজ নিজ দেশের পতাকার পাশাপাশি বাংলাদেশের পতাকাও যুক্ত করেছেন। এই প্রতীকী ঐক্যের বার্তা সম্বলিত ছবিটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রশংসা কুড়ায়।
দেশের ক্রিকেটাররাও এই মুহূর্তে পিছিয়ে নেই। জাতীয় দলের পেসার রুবেল হোসেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে ‘শুভকামনা বাংলাদেশ’ লিখে ছবিটি শেয়ার করেছেন। একইসঙ্গে, বাংলাদেশের আরেক পেসার সৈয়দ খালেদ আহমেদ হামজা, ফাহমিদুল ও শমিতের ছবি পোস্ট করে আজকের ম্যাচের জন্য শুভকামনা জানিয়ে লিখেছেন, ‘আজকের ম্যাচের জন্য বাংলাদেশের শুভকামনা।’
সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আলয় হাসান শুভকামনা জানিয়েছে হামজাকে। সাকিব বলেন, ‘সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য হামজাকে শুভ কামনা। আমি আশা করি, হামজা নিশ্চয়ই বাংলাদেশকে গর্বিত করবে।’ অবশ্য সাকিবের বার্তার জবাবও দিয়েছেন হামজা। এই তারকা ফুটবলার বলেন,‘তাকে (সাকিব) অসংখ্য ধন্যবাদ। এই শুভেচ্ছাবার্তা আমার কাছে অনেক বড় ব্যাপার। কারণ তিনি বাংলাদেশ ক্রিকেটের একজন কিংবদন্তি।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।