ঢাকাSaturday , 19 October 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

হামজাকে নিয়ে অনিশ্চয়তা কাটেনি

Sahab Uddin
October 19, 2024 10:13 pm
Link Copied!

২৭ বছর বয়সী হামজা চৌধুরীকে বাংলাদেশের জার্সিতে দেখার জন্য সমর্থকদের তর সইছে না। তবে আপাতত তাদের জন্য আপাতত দুঃসংবাদ। একে তো চোট, তার ওপর ফিফা বাড়ালো অপেক্ষা।

আগেই ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) পাঠানো ছাড়পত্র পেয়েছে বাফুফে। এরপর বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করা হয়। বর্তমানে তারা বাফুফের কাছে আরও কিছু কাগজপত্র চেয়েছে।

এনিয়ে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘ফিফা আরও কাগজপত্র চেয়েছে। সেগুলোর জন্য আমরা হামজার বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করেছি। সংশ্লিষ্ট কাগজ হাতে পাওয়ার পর সেগুলো ফিফার কাছে পাঠানো হবে। এরপর তারা যাচাই বাছাই করে অনুমোদনের চিন্তা ভাবনা করবে।’

বাংলাদেশি বংশোদ্ভুত ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীর বাংলাদশের জার্সিতে খেলার সম্ভাবনা দিনকে দিন আরও উজ্জ্বল হচ্ছিল। একে একে সব বাধা ডিঙিয়ে আগামী নভেম্বরের উইন্ডোতে তিনি লাল-সবুজ জার্সিতে খেলার অপেক্ষায় ছিলেন। কিন্তু অক্টোবরের শুরুতে তাকে নিয়ে দুঃসংবাদ দেন তার ক্লাব লেস্টার সিটি কোচ। অনুশীলনের সময় কাঁধ সরে গেছে, যে চোট তাকে দীর্ঘ সময়ের জন্য মাঠ থেকে ছিটকে দিতে যাচ্ছে।

মাসখানেক আগে হামজা বাংলাদেশি পাসপোর্ট হাতে পান। গত ২৪ সেপ্টেম্বর এফএ তাকে বাংলাদেশের জার্সিতে খেলার ব্যাপারে অনাপত্তিপত্র দেয়। পরের পদক্ষেপ হিসেবে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করে বাফুফে। তাদের অনুমতি পেলেই হামজা বাংলাদেশের হয়ে খেলার যোগ্যতা অর্জন করবেন। কিন্তু চোট আর কাগজপত্র সংক্রান্ত জটিলতায় অপেক্ষা আরও দীর্ঘতর হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।