২০২৩ সাল হার দিয়ে শেষ হলেও নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ পেয়েছে অনেক কিছুই। এর মধ্যে দেশটির মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টিতে জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। তাতে প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহের চোখে এই সফর সফল বলে জানিয়েছেন তিনি।
রোববার (৩১ ডিসেম্বর) ভোর ৬টায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ে ডিএলএস পদ্ধতিতে ১৭ রানে জয় পায় কিউইরা। এরই মধ্য দিয়ে এই বছর ও সিরিজ শেষ হলো বাংলাদেশের।
ম্যাচ শেষে চান্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘অতীতে নিউজিল্যান্ডের মাটিতে কী করেছি, সেগুলো নিয়ে সিরিজের শুরুতে আমরা কথা বলেছিলাম। সবমিলিয়ে আগের চেয়ে ভালো কিছু করতে চেয়েছিলাম। আর সেসব দিক থেকে ভাবলে আমার চোখে এই সিরিজ সফল।’
নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব নিয়ে কোচ বলেন, ‘শান্তর নেতৃত্বে খুব ভালো করেছে। কৌশলগতভাবে সে বেশিরভাগ সময় ঠিক কাজ করেছে। খেলোয়াড়দের মধ্যে সাড়া জাগানো এবং বার্তা দেওয়ার বিষয়ে বেশ দক্ষতা দেখিয়েছে সে।’
নিউজিল্যান্ডের এই সফরে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ ছিল। ২-১ ব্যবধানে ওয়ানডে ম্যাচ হারলেও শেষ ওয়ানডে জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ। আর ১-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ ড্র করে দুদল। যেখানে প্রথম ম্যাচটি জিতে দেশটির মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি জেতার ইতিহাস গড়ে। এই সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।