ঢাকাThursday , 22 August 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

হাথুরুর ভবিষ্যৎ নিয়ে নিজের সিদ্ধান্ত জানালেন বিসিবির নতুন সভাপতি

Sahab Uddin
August 22, 2024 12:40 am
Link Copied!

নাজমুল হাসান পাপনের পদত্যাগের মধ্যদিয়ে এক যুগ পর ফাঁকা হয়ে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির চেয়ারটি। তবে সেটি বেশিক্ষণ ফাঁকা থাকেনি, পদত্যাগের কিছুক্ষণ পরই নতুন সভাপতি হিসেবে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদের নাম ঘোষণা করা হয়। এরপরই জানানো হয় বিকেলে সংবাদ সম্মেলন করবেন নতুন সভাপতি ফারুক আহমেদ।
তারই অংশ হিসেবে বুধবার (২১ আগস্ট) বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। সেখানে কথা প্রসঙ্গে চলে আসে বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিষয়ও। বিষয়টি নিয়ে পাশ না কাটিয়ে স্বভাবজাত বক্তব্য দিয়েছেন নতুন বিসিবি বস।
হাথুরুর ভবিষ্যৎ সম্পর্কে সাংবাদিকদের নতুন সভাপতি বলেন, আমি আসলে জানি না তার (চন্ডিকা হাথুরুসিংহ) চুক্তি কতদিন। তবে আমি আমার আগের অবস্থানেই আছি (বিদায় চান)। যেহেতু আমি দায়িত্ব পেয়েছি, এখন বিকল্প খুঁজবো। তার চাইতে বেটার কিংবা কাছাকাছি মানের কাউকে পাওয়া যায় কি না দেখব।
তিনি আরও বলেন, এরপর বাকিদের সঙ্গে আলাপ করবো, সিইও আছেন, আগে যারা কাজ করেছেন তাদের সঙ্গে কথা বলব। তারপরে সিদ্ধান্ত। আসলে আমি ওই অবস্থান থেকে এখনো সরিনি।
প্রসঙ্গত, বিসিবি সভাপতি হিসেবে মনোনীত হওয়ার আগেই বাংলাদেশ দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে কড়া মন্তব্য করেছিলেন ফারুক আহমেদ। তিনি বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছিলেন লঙ্কান এই কোচকে তিনি বাংলাদেশ দলে চান না।
এর আগে সরকার পতনের পর পাপনের পদত্যাগের গুঞ্জনে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন হাথুরুসিংহে। পাকিস্তান সফরে থাকা লঙ্কান এই কোচ তখন গণমাধ্যমকে জানান, আমার কোনো ধারণা নেই বাংলাদেশে (ক্রিকেট বোর্ডে) কী চলছে। আমার ভবিষ্যতের কথা বললে, যতদিন পর্যন্ত চুক্তির মেয়াদ আছে, আমি দায়িত্ব পালনের দিকে তাকিয়ে আছি। বোর্ড যদি বদলে যায় এবং তারা যদি পরিবর্তন চায়, আমার তাতে সমস্যা নেই। তারা যদি আমাকে চালিয়ে নিতে বলে, আমাকে নিয়ে খুশি থাকে, আমিও খুশি মনে দায়িত্ব পালন করব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।