বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রদবদল হয়েছে সপ্তাহখানেক হলো। সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই ফারুক আহমেদ স্পষ্ট করে জানিয়েছিলেন, চন্ডিকা হাথুরুসিংহকে জাতীয় দলের হেড কোচ হিসেবে দেখতে চান না তিনি।
তার ভবিষ্যৎ হয়ে গিয়েছিল অনিশ্চিত।
এর মধ্যে রাউয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ। এরপর থেকে হাথুরুর ব্যাপারে দোটানায় আছে বিসিবি। বৃহস্পতিবার বোর্ড পরিচালকদের সভাতেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি তারা।
হাথুরুর চাকরি থাকবে কি না এ নিয়ে জানতে চাইলে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘সিরিজটা শেষ হোক, আমাদের খুব ভালো সম্ভাবনা আছে জেতার। হয় জিতব, না হয় ড্র হবে। ’
‘একটা বোর্ডের সভাপতি…এখনই কিছু করতে চাই না যেন আপনারাই বলেন স্বেচ্চাচারী হয়ে গেছে। স্বেচ্চাচারী হতে চাই না। আমার কাজের ধরন আগেই যেরকম ছিল, সেরকমই আছে। ১৪ দিন পর কী হতে পারে আমরা জানি না। ’
বৃহস্পতিবারের সভায় সিদ্ধান্ত হয়েছে, নতুন একটি অডিট ফার্মের মাধ্যমে হবে বিসিবির আয়-ব্যয়ের হিসাব। তাদের দেওয়া প্রতিবেদন সামনে আসবে কি না জানতে চাওয়া হয় ফারুক আহমেদের কাছে।
এ নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘ভিন্ন কিছু হবে এবার। কারণ আপনি তো ক্ষমতার পরিবর্তন হয়েছে এবার, এটা তো করতে হবে। আমরা এখনই স্বাধীনভাবে কাজ করতে চাই। রিপোর্টটা জনসম্মুখে (প্রকাশ) আমি জানি না এটা লিগ্যালি কতটুকু; কিন্তু একটা আউট কাম আপনি জানতে পারবেন। ’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।