বড় স্বপ্ন নিয়ে ওয়ানডে বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু সেই স্বপ্নটাকে বাস্তবে রুপ দিতে পারেনি সাকিবরা। যে দলটি সেমিফাইনালের স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে গেল, সেই দল কিনা সবার আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিল। একের পর এক পরাজয়ে ভেস্তে গেছে সেমিফাইনাল খেলার আশা। এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে এক জয় ও ছয় পরাজয়ে পয়েন্ট টেবিলে বর্তমানে বাংলাদেশের অবস্থান নবম স্থানে। টাইগারদের হাতে রয়েছে আরও দুইটি ম্যাচ।
দলের এমন ভরাডুবির পর বিশ্বকাপ শেষে প্রধান কোচ হাথুরুহিংসকে অব্যাহতি দেবে কিনা বিসিবি, এমনটা জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কাছে। এ প্রসঙ্গে সুজন বলেছেন, ‘এসব বলাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ বিশ্বকাপ এখনো শেষ হয়নি। আমি যদি কিছু বলি, তবে সেটা খারাপ বার্তাই যাবে সবার প্রতি। হাথুরু এখনো আমাদের হেড কোচ, তার প্রতি আমাদের সেই বিশ্বাস থাকতে হবে বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত। বিশ্বকাপের পর নিঃসন্দেহে সবকিছু বিসিবি সিদ্ধান্ত নেবে। ব্যক্তিগতভাবে আমি কী বললাম, এটা গুরুত্বপূর্ণ না।’
তিনি আরও বলেন, ‘অবশ্যই এটা নিয়ে আলোচনা হওয়া উচিত। আমাদের চিন্তা করা উচিত। আমরা এই বিশ্বকাপে কিছু করতে পারিনি। বিসিবি প্রধান এখানে এসেছিলেন, তিনিও হয়ত আলোচনা করেছেন নানা বিষয় নিয়ে। উনার একটা মতামত তো অবশ্যই আছে। তবে, এখন টুর্নামেন্ট চলাকালীন এসব না বললেই ভালো।’
বাংলাদেশের অবস্থান এখন পয়েন্ট টেবিলের তলানিতে। এই অবস্থায় শঙ্কা জেগেছে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন নিয়ে। কেননা, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে সেরা আটের মধ্যে থেকে বিশ্বকাপ শেষ করতে হবে বাংলাদেশকে। যা এরইমধ্যে বেশ কঠিন করে ফেলেছে বাংলাদেশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।