দাবা অলিম্পিয়াড শেষে দেশে ফিরেছেন অনেকে। উদীয়মান দাবাড়ুরা নর্ম অর্জন ও রেটিং বৃদ্ধির আশায় হাঙেরীর বুদাপেস্টেই আরো তিনটি টুর্নামেন্ট খেলবেন। ইতোমধ্যে প্রথম টুর্নামেন্টেই মহিলা আন্তর্জাতিক মাস্টার নর্ম পেয়েছেন ওয়াদিফা আহমেদ।
আন্তর্জাতিক মাস্টারস দাবা এ-তে মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ ৯ খেলার একটি আন্তর্জাতিক মহিলা মাস্টারের নর্ম অর্জন করেছেন। মহিলা আন্তর্জাতিক মাস্টার হতে হলে ওয়াদিফার আরো দু’টি নর্ম ও ২২০০ রেটিং হতে হবে। পুরুষদের আন্তর্জাতিক মাস্টার হতে সমান নর্ম লাগলেও রেটিং প্রয়োজন হয় ২৪০০। ১৩০ রেটিং বেড়ে ওয়াদিফার বর্তমান রেটিং ১৯৮৮।
বাংলাদেশের প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টার রাণী হামিদ। এরপর লিজা ও শিরিন দুই জন মহিলা আইএম হয়েছেন। আন্তর্জাতিক মাস্টার হওয়ার প্রচেষ্টায় রয়েছেন জান্নাত, নোশিন। এদের সঙ্গে যোগ দিলেন ওয়াদিফাও।
মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ আইএম নর্মের পাশাপাশি ৯ খেলায় ৫ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থান লাভ করেছেন। গ্র্যান্ড মাস্টারস দাবা বি-তে ফিদে মাস্টার মনন রেজা নীড় ৯ খেলায় সাড়ে চার পয়েন্ট পেয়ে অষ্টম হন। গ্র্যান্ড মাস্টারস দাবা সি-তে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৯ খেলায় ৪ পয়েন্ট পেয়ে ষষ্ঠ হন। গ্র্যান্ড মাস্টারস দাবা এ-তে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৮ খেলায় ৩ পয়েন্ট অর্জন করেন। মহিলা ফিদে মাস্টার অনূর্ধ্ব-২২৫০ ইভেন্টে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ ৯ খেলায় ৫ পয়েন্ট অর্জন করে ষষ্ঠ স্থান ওর্জন করেন।
আজ অনুষ্ঠিত শেষ রাউন্ডের খেলায় মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ ইউক্রেনের ফিদে মাস্টার বাসিরভ কেমালকে, ফিদে মাস্টার মনন রেজা নীড় আয়ারল্যান্ডের নেমিথ জালানকে ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ ডেনমার্কের রামসডাল রেসসিকে পরাজিত করেন। ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ভারতের আন্তর্জাতিক মাস্টার মায়াঙ্ক চক্রবর্তীর সাথে ড্র করেন। এবং আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান অসুস্থতার জন্য শেষ রাউন্ডে অংশ নেননি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।